ডেস্ক

Published:
2021-04-23 19:05:42 BdST

কোন টিকা কতটা কার্যকর, কত দাম!


 

ডেস্ক
-----------------------
এখন পর্যন্ত বাংলাদেশে দেয়া
ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকার দাম ৪ ডলার—কার্যকারিতা ৮১ দশমিক ৩০ শতাংশ। যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের টিকার দাম ৯ থেকে ১০ ডলার—কার্যকারিতা ৬৬ থেকে ৭২ শতাংশ। রাশিয়ার স্পুতনিক-ভি টিকার দাম ১০ থেকে ২৭ ডলার—কার্যকারিতা ৯১ দশমিক ৬ শতাংশ। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড ও আল-মদিনা ফার্মাসিউটিক্যাল এই টিকা আমদানির প্রস্তাব করেছে।

অন্যদিকে চীনের সিনোভ্যাকের দাম ৫ থেকে ৩৩ ডলার—কার্যকারিতা মাত্র ৫০ দশমিক ৪০ শতাংশ। চীনের সিনোফার্মের টিকার দাম ১৯ থেকে ৪০ ডলার—কার্যকারিতা ৭৯ শতাংশ। বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্রিক্স ট্রেডিং এই টিকা আমদানির প্রস্তাব দিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা আমদানির জন্য রেনাটা লিমিটেড সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (লাইন ডিরেক্টর) মো. সামসুল হক সম্প্রতি স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায়ের বৈঠকে করোনার টিকা আমদানির জন্য বিভিন্ন প্রস্তাব পর্যালোচনায় এসব তথ্য তুলে ধরেন।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়