Dr. Aminul Islam
Published:2021-04-22 00:47:21 BdST
ভারতবর্ষে সরকারি হাসপাতালে সেরাম ৪০০টাকা, বেসরকারিতে ৬০০ টাকা,ফাইজার১৫০০ টাকা
ডেস্ক
------------------------
বাংলাদেশের নাগরিকরা বিনামূল্যে টিকা পেলেও ভারত বর্ষের বিভিন্ন রাজ্যে টিকার দাম ৪০০টাকা - ৬০০টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারি হাসপাতালে ৪০০টাকা। বেসরকারি হাসপাতালে ৬০০ টাকা।
ফাইজার ও মর্ডানার ভ্যাকসিনের দাম পড়বে ১,৫০০ টাকা প্রতিটি ডোজ। অন্যদিকে, রাশিয়ার Sputnik V ভ্যাকসিনের দাম পড়বে ৭৫০ টাকা।
করোনা সংক্রমণ পরিস্থিতির কথা বিবেচনা করে ১৮ বছরের বেশি বয়স্কদের টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত বর্ষ । বেসরকারি হাসপাতালেও করোনা টিকা পাওয়া যাবে বলে ঘোষণা করেছে দিল্লি ভারতীয় কেন্দ্র সরকার।
বুধবার সেরাম ইনস্টিটিউটের(SII) তরফে জানানো হয়েছে, বেসরকারি ক্ষেত্রে কোভিশিল্ডের(Covishield) একটি ডোজের দাম পড়বে ৬০০ টাকা। অন্যদিকে, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ওই ভ্যাকসিন পাওয়া যাবে ৪০০ টাকায়। সেরাম ইনস্টিটউটের তরফে আদর পুনাওয়ালা জানিয়েছেন, কেন্দ্রের টিকাকরণ কর্মসূচির বাইরে খোলা বাজারেও টিকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে সেরাম ইনস্টিটিউট। এর জন্য আগামী ২ মাস ভ্যাকসিনের উত্পাদন বাড়ানো হবে।
পুনাওয়ালা(Adar Punawala) এক বিবৃতিতে জানিয়েছেন, 'সেরামের উত্পাদনের ৫০ শতাংশ যাবে কেন্দ্রের টিকাকরণ কর্মসূচিতে। বাকী ৫০ শতাংশ দেওয়া হবে রাজ্যের সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলিকে।' প্রসঙ্গত, কেন্দ্র কোভিশিল্ডের প্রতিটি ডোজ পাচ্ছে ১৫০ টাকায়।
আগামী ১ মে থেকে দেশে ১৮ বছরের বেশি বয়সীদের কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু করবে কেন্দ্র। পাশাপাশি খোলা বাজারেও ভ্যাকসিন বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। তবে সেরাম ইন্সটিটিউটের দাবি তাদের ভ্যাকসিন দুনিয়ার অন্যান্য কোম্পানির ভ্যাকসিনের তুলনায় অনেক সস্তা। সেরাম এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ফাইজার ও মর্ডানার ভ্যাকসিনের দাম পড়বে ১,৫০০ টাকা প্রতিটি ডোজ। অন্যদিকে, রাশিয়ার Sputnik V ভ্যাকসিনের দাম পড়বে ৭৫০ টাকা।
আপনার মতামত দিন: