Dr. Aminul Islam

Published:
2021-04-18 06:13:26 BdST

মুখে খাওয়ার নতুন ইনসুলিন পিল!


অধ্যাপক ডা শুভাগত চৌধুরী 

বাংলাদেশের স্বাস্থ্যাচার্য

------------------------------------

 

একটি নতুন ইনসুলিন পিল মুখপথে গ্রহনের সম্ভাবনা । এতে নিজে নিজে ইনজেকশনের চাহিদা কমাবে।
বিশ্ব জুড়ে ডায়াবেটিস হল মৃত্যুর কারনের মধ্যে সপ্তম ।
ডায়াবেটিস হল অন্ধত্ব , কিডনি বিকল আর স্ট্রোক , হার্ট এটাক , অঙ্গচ্ছেদ এর প্রধান কারন।
ইনসুলিন মুখ পথে দেওয়ার এই ব্যবস্থা বদলে দিতে পারে চামড়ার নিচে ইনসুলিনের সুই ফুটানো ।
এতে উন্নত হবে রোগীর শরীর আর মনের কুশল।
এই চিকিৎসা বায়ো কম্পেট্যাবল । রোগীর পাকস্থলীতে থাকে থিতু হয়ে।
রোগীর রক্তের গ্লুকোজ মানের ভিত্তিতে সঠিক পরিমান ইনসুলিন প্রদান নিশ্চিত হবে।
রক্তের গ্লুকজ মান বেড়ে গেলেও এতে সাড়া দেয় দ্রুত ।
ইনসুলিন ওভারডোজ অনেক কমে।
পাকস্থলীর অম্ল ধর্মী পরিবেশেও থাকে সুরক্ষিত এই পিল
গবেষকরা ইন্সুলিন ঢুকিয়েছেন ন্যানো পদার্থের স্তরের আড়ালে , আর এসব স্তর পাকস্থলীর অম্ল প্রতিহত করে । ইন্সুলিন তাই আম্লে সুরক্ষিত থাকে আবার সাড়া দেয় রক্তের গ্লুকোজ মানের প্রতি।
শরীরে ঢুকে একবার এই সিস্টেম রক্তের গ্লুকোজের মান বুঝতে পারলে
ইন্সুলিন ভাণ্ডার থেকে ইন্সুলিন ক্ষরণ হয় চাহিদা মত।
ইন্সুলিনের অভাবে শরীরে রক্তে গ্লুকোজ ভাঙ্গার ব্যাপার হতে পারেনা
সুগার নিজেই ইন্সুলিন উস্কে দেয় ন্যানোপদার্থ থেকে নিঃসৃত হতে ।
গবেষক ন্রা দেখেছেন এমন এক ফিড ব্যাক লুপ যা এর অতিরিক্ত মাত্রা ক্ষরণ হতে দেয়না।
পরীক্ষাধীন রোগীদের মধ্যে এর প্রয়োগে , এই ন্যানো পার্টিকল গিলে ফেলার দু ঘণ্টার মধ্যে রক্তের গ্লুকোজ ফিরে আসে স্বাভাবিক মানে , গবেষকরা লক্ষ্য করেছেন। ইন্সুলিন দ্রুত চলে যায় যকৃতে । শরীরে ইনসুলিন শোষণ আর ব্যবহার হয় আরও ভাল। এতে ইন্সুলিন সাড়া হয় অনেক দ্রুত ।
এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন আবুধাবিতে অবস্থিত এন অয়াই ইউ এর গবেষক দল।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়