Dr. Aminul Islam
Published:2021-04-16 18:26:12 BdST
ভারতের ১০০ টি হাসপাতাল নিজেরাই মেডিকেল অক্সিজেন তৈরি করবে
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
----------------------------------
সংকট মোকাবেলায় ভারতের ১০০ টি হাসপাতাল নিজেরাই তৈরি করবে
মেডিকেল অক্সিজেন । পি এম কেয়ার ফান্ড অর্থের জোগান দিচ্ছেন। হচ্ছে প্রেসার সুইং এডপশন প্ল্যান্ট । আমদানিও করা হচ্ছে ।
আমাদের দেশে কোন দানবীর এমন অর্থের যোগান দিতে পারেন । আর প্রযুক্তি জানা কঠিন হবেনা আশা করি। বর্তমানে হাই ফ্লো অক্সিজেনের
জরুরি প্রয়োজন । এই ধরনের আয়োজন কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন ।
আপনার মতামত দিন: