Dr. Asit Majumder
Published:2021-01-26 21:43:28 BdST
করোনায় প্রয়াত চিকিৎসকদের সম্মানে ২০২১র ক্যালেন্ডার প্রকাশ করলো এরিস্টোফার্মা
ডা অসিত মজুমদার
---------------------------------
করোনায় প্রয়াত চিকিৎসকদের সম্মানে ২০২১ সালের ক্যালেন্ডার প্রকাশ
করোনা ভাইরাসজনিত বৈশ্বিক মহামারীতে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যেসব বাঙালী চিকিৎসক নিহত হয়েছেন সেসব চিকিৎসকদের সম্মানে বাংলাদেশের একটি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এরিস্টোফার্মা লিঃ ২০২১ সালের ক্যালেন্ডার প্রকাশ করেছে। করোনায় নিহত চিকিৎসকদের প্রতি এই সম্মান প্রদর্শনের মাধ্যমে নিহতদের প্রতি আমাদের সম্মানের কথা পূণরায় মনে করিয়ে দেয়। তাঁদের আত্মার শান্তি হোক এবং পরিবার তাঁদের শোক সইবার শক্তি অর্জন করুক। নিহত চিকিৎসকদের প্রতি এতটুকএ সম্মান প্রদর্শনে এরিস্টোফার্মার প্রতি আমরাও কৃতজ্ঞ।
আপনার মতামত দিন: