SAHA ANTAR
Published:2021-01-18 20:58:40 BdST
টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান ২১ না ৪২ দিন হওয়া উচিত
করোনা টিকা উৎপাদন প্রতিষ্ঠান সেরামের অন্যতম অংশীদার মিসেস পুনেওয়ালা
শওগাত আলী সাগর
_____________________
ফাইজার- বায়ো এনটি এবং মডার্নার দুটো করে টিকা নেয়ার মাঝখানে সময়ে র ব্যবধান হবে ২১ থেকে ২৮ দিন। অর্থ্যাৎ প্রথম টিকা নেয়ার ২১ থেকে ২৮ দিনের মধ্যে দ্বিতীয় টিকা নিতে হবে। এটাই ছিলো টিকা উৎপাদক কোম্পানির সুপারিশ।
কানাডার টিকা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি বলছে দুই টিকার মাঝখানে ৪২ দিনের ব্যবধান গ্রহণযোগ্য। কানাডীয়ান চিকিৎসকদের এই সুপারিশের সাথে একমত পোষণ করছে বিশ্বস্বাস্থ্য সংস্থাও।
বিশেষজ্ঞদের নতুন এই পরামর্শ টিকা দেয়ার ক্সেত্রে চাপ খানিকটা কমলো অবশ্যই। কারন প্রতি নাগরিককে দুটি করে টিকা দিতে হয় বলে দুই টিকার মাঝখানের সময় এবং সরবরাহের গতির সঙ্গে তাল মেলানো যাচ্ছিলো না।দুই টিকার মাঝ খানে ৪২ দিনের ব্যবধান হলে টিকাদানকারী প্রতিষ্ঠানগুলো হাতে খানিকটা সময় পায়।
আপনার মতামত দিন: