Dr. Aminul Islam

Published:
2020-12-06 01:56:40 BdST

কার্যকর ভেকসিন আসছে :কি করে পৌঁছাবে প্রত্যেকের কাছে ?


 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী 
________________________

কয়েক হপ্তা ধরে কয়েকটি ভেকসিনের কথা ঘোষিত হচ্ছে , দাবী করা হচ্ছে এগুলো রোগ প্রতিরোধে কার্যকর । কিছু তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে । এই টিকা গুলো নিয়ন্ত্রক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে । তথ্য উপাত্ত পুঙ্খানুপুঙ্খ বিবেচনার পর তা হয়ত আসবে জন সম্মুখে । এর পরের কথা কি ভাবে এ গুলো পৌঁছাবে প্রত্যেকের কাছে । প্রত্যেক দেশে পরিকল্পনা চলছে কিভাবে ভেকসিন পৌঁছানো যাবে প্রত্যেকের কাছে যাদের দেয়া খুব প্রয়োজন। ভেকসিনের বর্তমানে রয়েছে সীমিত সরবরাহ । প্রথম দিকে তাই প্রত্যকে ভেকসিন পাবেন তা নয় । তাই অগ্রাধিকার বিবেচনা দরকার কাদের জন্য , কোন কোন গ্রুপের জন্য ভেকসিন প্রথম দরকার । অগ্রাধিকার প্রথম হল স্বাস্থ্য কর্মী যারা অতিশয় ঝুকিতে । আর এর পরের অগ্রাধিকার হল বয়স্ক লোক যারা এর গুরুতর রোগ আর মৃত্যুর ঝুকিতে । এর পর হল যাদের রয়েছে অন্যান্য ক্রনিক রোগ । যা তাদের কে গুরুতর রোগ আর মৃত্যুর ঝুকিতে ফেলবে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেরকে প্রথম ক্যা টে গরিতে রাখার পরামর্শ দিয়েছেন । বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছেন ভেকসিন নেয়ার পরও আমদেরকে স্বাস্থ্য বিধি , সাবধানতা মেনে চলতে হবে। প্রথম দিকে সবাইকে দেয়ার মত যথেষ্ট ভেকসিন থাকবে না । সবাইকে ইম্মুনাইজ করা হবেনা সম্ভব। দ্বিতীয়ত আমরা এখনও জানিনা কতদিন থাকবে এই সুরক্ষা । তবে কিছু ফলাফল পেলেও গবেষক রা ইম্মুনাইজ করা লোকদের ফলো আপ করা হয়নি । তাই সাপ্লাই ইসু আর সুরক্ষা ইসু দুটো বিচার করে আর যাদের ভেকসিন নেয়ার খুব দরকার তাদের সবাইকে টিকা দেওয়ার সময় , সব বিবেচনা করে আমরা সাবধানতা আর স্বাস্থ্য বিধি না মানার মত পরামর্শ দেয়া এখন সময় হয়নি । করোনা ভেকসিন বিতরন , দেশে দেশে পাওয়া সব নিয়ে থাকতে পারে জটিলতা । কিছু চেলেঞ্জ হল কোল্ড চেন যন্ত্রপাতি যা প্রয়োজন কিছু টিকার জন্য । কিছু ভেকসিনের প্রয়োজন রিফ্রি জারে টার তাপমান , সং রক্ষনের জন্য । আর এটি ল পূর্ণ বয়স্কদের ভেক্সিন তাই অনেক দেশ যারা শিশু টিকা প্রগাম করেছে এরা এটি চালাতে সমস্যা হতে পারে। তবে এর উত্তরন হবে। ভেক্সিন শেলফে রাখার জিনিষ তাই এ জন্য দরকার জন সম্পৃক্ত তা , জনগণের আগ্রহ , একে নেয়ার সুবিধা অনুধাবন।
সহায়ক সুত্র
বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যাথরিন ও ব্রায়েন । বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইম্মুনাইজেশন , ভেকসিন আর বায়লজি কেল স এর ডি রেক টার ।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়