Ameen Qudir
Published:2018-03-27 17:05:29 BdST
১০০০ ডলার দামের ওষুধ বাংলাদেশ থেকে ১০ ডলারে রপ্তানি হচ্ছে : এ নিয়ে ট্রল করার কিছু নেই
অধ্যাপক ডা. মুজিবুল হক
___________________________
বাংলাদেশ থেকে বেশ কবছর ধরেই নানা ধরনের এন্টি ক্যান্সার ঔষধ পশ্চিমা দেশে বিক্রি হচ্ছে।
জটিল momclonal antibody, nano tecnology সমৃদ্ধ ঔষধ ,ছাড়াও বিভিন্ন জীবনরক্ষাকারী মেডিসিন সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে। hep c এর ঔষধ ১০০০ ডলারের বদলে এখান থেকে মাত্র ১০ ডলারে রপ্তানি হচ্ছে।
hep c এর একটা পিল ৮০ হাজার টাকায় কিনে বহু সপ্তাহ ধরে খেতে খেতে ফতুর হয়েছে বিদেশী। এখন এখানে কল্পনাতীত কম মূল্য । মাত্র ৮০০ টাকায় পেয়ে তাদের ডাক্তারেরা আমাদের দেশটির অপর গভীরর কৃতজ্ঞ।
এ ছাড়াও প্রায় ৬০ টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়। এটা এদেশে নিখুঁত ভাবে পর্যবেক্ষণ তারাই সার্টিফাই করে । বাংলাদেশ অর্ডার পেয়ে রপ্তানি করে মাত্র।
কদিন আগে ইস্টানবুলে ওয়ার্ল্ড ডার্মাটোলজি কংগ্রেসে গেলে খুব জটিল monoclonal antibody ,ibrutx,afani ,dasatinib ওষুধে বাংলাদেশে তৈরি সিল মোহর দেখে হতবাক হই।
hep c এর ওষুধ sovaldi বালাদেশ থেকে ১০০ গুন কম দামে পাওয়া যায়। জানলাম কৃতজ্ঞ বিদেশী ডাক্তারদের কাছে। বাংলাদেশের ডাক্তার, ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ :অামাদের ফার্মাসির ছাত্ররা: এরাই এই অসাধ্য সাধন করেছেন।
প্রায় ৪ বিলিয়ন ডলারের ওষুধ বাংলাদেশ শুধু ইউরোপে রপ্তানি করে বছরে।
_____________________________
অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2
আপনার মতামত দিন: