Ameen Qudir

Published:
2017-11-18 17:53:23 BdST

ধুমপান নিবারণে বীকনের উদ্যোগে বিশাল সাইকেল র‌্যালি


 


ডাক্তার প্রতিদিন

________________________

আর ধুমপান নয়। আর মৃত্যুকে আলিঙ্গন নয়। ধুমপানে বিষপান।
এই মনোজ্ঞ ও দরকারি মেসেজকে সামনে রেখে বীকন বিশাল প্রচারণা সাইকেল শোভাযাত্রা করেছে ঢাকায়।

এই অনবদ্য প্রচারণা নজর করেড়েছে নগরবাসীর।


বিশ্বব্যাপী নভেম্বর মাস ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন হয়ে থাকে । যেহেতু, ধূমপান ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ। তাই, গত শুক্রবার ১৭ নভেম্বর, ২০১৭ বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার অগ্রপথিক বীকন ফার্মাসিউটিক্যালস লি: সাউথ ঢাকা সাইক্লিস্ট গ্রুপের এর সহযোগীতায় ২০০ এর অধিক সাইক্লিস্ট নিয়ে “ধূমপান ক্ষতিকর : ধূমপান করো না, আমি ধূমপান করি না ” শীর্ষক সাইকেল র‌্যালি এর আয়োজন করে।
সাধারণ জনগণ কে সচেতন করার লক্ষে র‌্যালি টি সকাল ৭ টায় শহীদ মিনার থেকে শুরু হয় এবং জাতীয় সংসদ ভবনের সামনে শেষ হয়।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়