Ameen Qudir
Published:2017-05-27 21:52:37 BdST
বাপ্পা সরকারের নতুন গান, ফিরে চাই, প্রিয় ক্যাম্পাস তোমায়
ডাক্তার প্রতিদিন
______________________
গানের শ্রোতাদের মাতাতে এলো জাহাঙ্গীরনগরের গান । মুগ্ধকর এক অভিজ্ঞতা।
গান যে জীবনেরই স্পন্দন। গান জীবনের অনুরণন।
সেই অমর সত্যটি প্রমাণ করল জাহাঙ্গীরনগরের অমৃত কন্ঠ বাপ্পা সরকার।
পেছনের গল্প একটু না বললেই নয়।
১৮ এপ্রিল ২০০৫, ৩৪তম ব্যাচ জন্ম লাভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সন্তান হিসেবে।
সেই থেকে আজ অবধি অনেকটাই বদলে গেছে ৩৪তম ব্যাচের ছুঁয়ে দেখা, হেঁটে বেড়ানো, স্মৃতির পৃষ্ঠায় লিখে রাখা, হদয়ে গেঁথে থাকা প্রাণের ক্যাম্পাস।
"ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে!!! আমি আর এই ক্যাম্পাসের কেউ না!!!" - এই চিন্তাগুলো যে কত তীব্র যন্ত্রণার, এটা শুধু একজন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীই বলতে পারবে। এই চিন্তাই তাড়িয়ে বেড়ায় সকলকে পুরো মাস্টার্স জুড়ে। আর ক্যাম্পাস জীবনের শেষদিন, যেদিন হলের গেট পার হয়ে যেতে হয় শেষবারের মতো, সেদিনের অনুভুতি বোঝানো সম্ভব না। সেই অনুভুতি টুকু থেকেই এই গানটা ...
..................
"ফিরে চাই"
ফিরে চাই, ফিরে চাই,
ফিরে চাই, সে আমায়।
নোনা জলের সাগরে ভাসতে থাকা,
চার দেয়ালের স্বাধীন
জানালার ওপাশের বৃষ্টি ধারায় ভিজতে চাই;
নতুন আমির মাঝে হারিয়ে যাওয়া
নিশাচর, পথ-পাগল,
বন্ধুত্বে মাতাল – সেই আমায় ফিরে চাই।
আড্ডা মুখর প্রতিটি প্রহর
চা-সিগারেটের ধোঁয়ায়;
মেহের কিংবা ক্যাফেটেরিয়ায়
স্বপ্ন দেখানো জলসায়
ফিরে চাই, ফিরে চাই,
ফিরে চাই, সে আমায়।
পুরোনো সেই দিন গুলি
ডাক দিয়ে যায় বারেবার;
ট্রান্সপোর্ট, ডেইরীগেট -
জানি আর হবে না আমার।
তাই আমাতেই খুঁজে ফিরি
হারিয়ে যাওয়া সেই আমায়।
ফিরে চাই, সেই আমায়
চা-সিগারেটের ধোঁয়ায়;
ফিরে চাই, সেই আমায়
মেহের কিংবা ক্যাফেটেরিয়ায়;
ফিরে চাই, সেই আমায়
ট্রান্সপোর্ট ডেইরীর আড্ডায়;
ফিরে চাই, ফিরে চাই
প্রিয় ক্যাম্পাস তোমায়।
..........................................
Lyrics:Muhammad Nizam Uddin
Tune & Vocal: Bappa Sarker
Background Voice: Raqibil Bari
Guitar: Mahmud Kobid Shomi
Composition: Khayam Sanu Sandhi
Director : S M Ettasham Fortesquee Huda
DOP & Editor: Ahsan Habib
Asst. Director & Asst. DOP: Mahbub Rinad
যারা ইউটিউবে গানটি দেখতে চান, তারা ক্লিক করুন এই লিঙ্কে
https://www.youtube.com/watch?v=k_Agcbh2GbE
গানটি স্পন্সর করেছে BEACON Pharmaceuticals Ltd;
Lyricist, Tune & vocalist দুজনই ফার্মাসিস্ট ।
Lyric: Muhammad Nizam Uddin, Group Coordinator, Opsonin Pharma
Tune& Vocal: Bappa Sarker, Deputy Manager, Beacon Pharma
যারা ইউটিউবে গানটি দেখতে চান, তারা ক্লিক করুন এই লিঙ্কে
https://www.youtube.com/watch?v=k_Agcbh2GbE
আপনার মতামত দিন: