Ameen Qudir

Published:
2017-03-12 00:31:49 BdST

শেবাচিমে ঈভটিজিং ও ছিনতাই বন্ধে পদক্ষেপ : বহিরাগতদের উচ্ছেদ



ডা. শিরিন সাবিহা তন্বী
____________________________

 

ইভটিজিং,ছিনতাই সহ গত কয়েকদিনে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে ১১ই মার্চ ২০১৭ - দুপুর(১২:০০) বারো টা থেকে শুরু হলো ব্যতিক্রমী কার্যক্রম!

# অধ্যক্ষ স্যারের সাথে ছাত্র ছাত্রীদের সহ ফ্রুটফুল মিটিং

# ছাত্রী হোস্টেল পরিদর্শন এবং কর্মপরিকল্পনা প্রনয়ন

# দুর্ঘটনার স্থান পরিদর্শন

# সিকিউরিটি গার্ডদের আল্টিমেটাম প্রদান

# ক্যাম্পাসে চৌকিদার প্রদানের পরামর্শ প্রদান এবং অধ্যক্ষ কতৃক অনুমোদিত

# পানির ট্যাংক সংলগ্ন বাইপাস সড়ক বন্ধের দাবী এবং পরিচালক স্যার কতৃক গৃহীত

# হাসপাতালের স্টাফ কেন্টিনে চিকিৎসকদের জন্য নির্ধারিত কক্ষ শুধুমাত্র ডাক্তার এবং মেডিকেল ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ।এখানে খালি থাকলেও অন্য কারো প্রবেশ নিষিদ্ধ।দাবী প্রনয়ন এবং পরিচালক স্যার কতৃক গৃহীত।

# অতঃপর বয়েজ ইন্টার্ন হোস্টেল পরিদর্শন

# দেশের প্রায় সব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতিতে পরিচালক স্যার,অধ্যক্ষ স্যার,সহকারী পরিচালক স্যার,আমি, বিআইডিএ সভাপতি সম্পাদক সহ সকল ইন্টার্ন এবং মেডিকেল কলেজ ছাত্রলীগকে নিয়ে বহু বছর ধরে অবৈধ দখলে থাকা ইন্টার্ন হোস্টেলের চতুর্থ তলার সামনের ব্লকের রুম সমূহে অতর্কিতে আক্রমন এবং বহিরাগত উচ্ছেদ অভিযান।

# অত্যন্ত সফল ভাবে উচ্ছেদ অভিযান সম্পন্ন।কক্ষগুলো থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে মাদকের আলামত,রাম দা,ব্যবহৃত পোষাক যার মধ্যে মেয়েদের ব্যবহৃত পোষাক ও আছে।সুদীর্ঘ সময় ধরে হাসপাতাল প্রশাসনকে জিম্মি করে কিছু সন্ত্রাসী এই অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিল।

# ভবিষ্যত কর্মপররিকল্পনার তত্বাবধায়নের দায়িত্ব নিয়েছে মেডিকেল কলেজ ছাত্রলীগ !!

সংশ্লিষ্ট_সকলকে ধন্যবাদ এই সাহসী যুগান্তকারী এবং সময়োপযোগী পদক্ষেপের_জন্য
#ছবি ভিডিও সব মিডিয়ার কাছে
#প্রায় সব গুলো টিভি নিউজ এবং পত্রিকার পাতায় চোখ রাখিলেই সচিত্র রতিবেদন পাবেন ।

___________________________

ডা. শিরিন সাবিহা তন্বী । জনপ্রিয় লেখক-কলামিস্ট । পেশাজীবী নেতা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়