Ameen Qudir

Published:
2017-03-09 14:57:14 BdST

কি রে, পেশা বদল করবি


 



ডা. অচ্যুত সরকার
________________________________

পুরোনো বন্ধুদের ফোন করে বলি,
-কি রে, পেশা বদল করবি।
ওরা হাসে। করুণার।
আমার জানা এক পোলিশ কার্ডিওলজিস্ট মধ্য-চল্লিশে ডাক্তারি ছেড়ে ক্যাব-ড্রাইভার হয়ে গেছে। এক ক্লাসমেট গত পঁচিশ বছর ধরে লন্ডনের কার্ডিয়াক সার্জারির প্রফেসর। গত তিন বছর ধরে বায়োমেডিক্যাল প্রফেসর।

আমিও পেশা পাল্টে পেলেছি। এখন আমি ওলা-ক্যাব ড্রাইভার। সেদিন দুজন প্যাসেন্জার উঠেছে। তাড়া দিচ্ছে। জোরে চালাও। আরও জোরে। কেউ একজন চিনে ফেলেছে--এই ভেরুয়া ডাক্তার, ড্রাইভারই যখন হয়েছো, জোরে চালাতে পারছো না।
জোরে--আরও জোরে-এক অন্ধকার দেয়ালে গিয়ে ধাক্কা।

ঘুম ভেঙে দেখি, ঘেমে নেয়ে গেছি। সকাল হয়ে গেছে। দেয়ালে ঝুলছে সেই কুৎসিত স্টেথোটা!

গনশত্রু

এই হাহা অন্ধকারে যার মুখ ছুঁই দেখি
শক্ত চোয়াল। যার হাত ধরি দেখি
বন্ধ দেয়াল।

চোখে টর্চ ফেলে দেখি রক্তাল্পতা,ঘৃণাও
বুকে স্টেথো রেখে শুনি লাবডুব লাবডুব ছাপিয়ে আক্রোশ।

তবে তাই হোক।

অন্য দেশে চলে যাই।
যেখানে কাকভোরে এক অজানা বন্দরে চোখ মেলে দেখি
সবার হৃদয়ে শুকতারা জ্বলে আছে....
আকাশ সুনীল হবে অসুখরহিত আলোয়।

যাই না তো।

ঘৃণা ও ঘৃণা ছাপিয়ে
দেখি, পড়ে আছে ভাই বন্ধু পরিজন....
গভীরতম অসুখে ভাসে
শুশ্রুষার জলঝর্ণা।


__________________________


অচ্যুত সরকার । বাংলা ভাষার খ্যাতিমান কবি।
IPGME & R AND SSKM HOSPITAL at BM BIRLA HEART RESEARCH CENTER

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়