Ameen Qudir

Published:
2017-03-07 03:37:37 BdST

প্রমাণ হল ডাক্তারদের কোন অভিভাবক নেই




ডা. শিরিন সাবিহা তন্বী
_____________________

প্রমান হলো বহুকিছু ____________

# প্রমান হলো ডাক্তারী পেশা এবং পেশাজীবীদের আসলেই কোন অভিভাবক নেই।।

# ঘোলা পানিতে মাছ ধরতে আর হিরো হতে স্ট্যাটাস লিখেই পদক্ষেপ দেয় কিছু স্বার্থান্বেষী।

# একজনের সাথে অন্যায় করলে,দূরবর্তী কেউ ক্ষমা চেয়েছে বলেও প্রচার করা যায়,যার আদৌ কোন প্রমান নাই।

# যে প্ল্যাটফর্ম তৈরী করেছিল জুনিয়ররা তাতে দাঁড়িয়ে অধিকার আদায়ের বীজ বপন করতে না পারা - একান্তই সিনিয়রদের ব্যর্থতা।

# আমরা জুনিয়রদের অভিনন্দিত করতেই পারি।একতাবদ্ধ হয়ে তোমরা তোমার বন্ধুকে বিপদমুক্ত করতে পার।।

# আমাদের নির্বাচিত প্রতিনিধিগন আমাদের সাথে হওয়া অন্যায়কারীর বিচার ও করতে পারে না।আমাদের সম্মান সম্ভ্ররের নিশ্চয়তা দিতে পারে না।

ঠিক এই ভাবনার উপরে ভিত্তি করেই হোক আমাদের আগামীর কর্মপরিকল্পনা।।আমরা দেশের যে যেখানে বসেই চিকিৎসা দেই না কেন,আমরা যেন হয়ে যাই একটা ইউনিট!

সুদুর দ্বীপে পোষ্টিং পাওয়া কোন ডাক্তার ও যেন নিজেকে অসহায় না ভাবে।আমাদের আজকের এই একতা নামক অমোঘ শক্তির উপর ভিত্তি করেই হোক এই মুহূর্ত থেকে আমাদের প্রতিটি দাবী এবং কর্মপরিকল্পনা।কর্মস্থলে নিরাপত্তা দিতে কতৃপক্ষ ব্যর্থ হলে আমার কোন ব্যর্থতা নেই নিজ দায়িত্ব করবার!
আমরা যেন নিজ শক্তিতে উদ্দীপিত থাকি সবসময়।।এক না একদিন দাবী আদায় হবে।

_________________________

ডা. শিরিন সাবিহা তন্বী । জনপ্রিয় লেখক । পেশাজীবী নেতা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়