Saha Suravi
Published:2025-01-08 09:40:36 BdST
ওষুধের মেয়াদ দেখে কিনুন, নইলে বিপদ ভয়ঙ্কর
ডেস্ক
_______________________
ওষুধের মেয়াদ দেখে কিনুন, নইলে বিপদ ভয়ঙ্কর। বাংলাদেশের অনেক ওষুধ দোকানেই বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ । এ থেকে সাবধান। মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগীর জন্য ক্ষতিকর । অনেক ক্ষেত্রে বড় বিপদের কারণ হতে পারে। ওষুধ প্রশাসনের দেখভাল কম। সাধ্য ও সামর্থ্যও কম। লোকবল পর্যাপ্ত নেই। কখনও জেলা , উপজেলা প্রশাসনের সহায়তায় কিছু অভিযান চলে। তাতেই ধরা পড়ে বিপদজনক অবস্থার চিত্র।
সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় ফার্মেসি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৭ জানুয়ারি২০২৫ এ অভিযান চালানো হয়। এসময় ঔষধ প্রশাসন অধিদপ্তর সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, স্যাম্পল বিক্রি ও মজুত, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী তিন জনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত দিন: