Saha Suravi

Published:
2024-12-22 13:47:35 BdST

বিসিপিএসের বিভিন্ন পরীক্ষার রুটিন এক ক্লিকে দেখুন



ডেস্ক
_____________________

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস (ফাইনাল), প্রিলিমিনারি এফসিপিএস, এফসিপিএস মিড-টার্ম এবং এমসিপিএস লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিসিপিএস ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বিল্লাল আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।

এফসিপিএস, এফসিপিএস মিড-টার্ম এবং এমসিপিএস পরীক্ষার জন্য ওএসসিই, আইওই, মৌখিক, ক্লিনিকাল এবং ব্যবহারিক পরীক্ষার জন্য প্রোগ্রামটি এফসিপিএস-এর নোটিশ বোর্ড এবং পরীক্ষার্থীদের তালিকা পরীক্ষার স্থানের নাম পরীক্ষার আগের দিন (রাত ৮.৩০ টার পরে) নোটিশ বোর্ডের এবং বিসিপিএস ওয়েবসাইটে আগেই জানিয়ে দেওয়া হবে।

এক ক্লিকে দেখুন রুটিন

https://drive.google.com/file/d/1-0Q5Z-vtEpi0bJUocgxnZmFL0jQOe6GW/view?pli=1

 

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়