DESK
Published:2024-11-11 10:34:49 BdST
যশোর আদ দ্বীন মেডিকেলের সহযোগী অধ্যাপক ডা.হানিফ ইমন মারা গেছেন
ডেস্ক
যশোর আদ দ্বীন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. হানিফ ইমন মারা গেছেন। তিনি ৪১ বছর বয়সে ইন্তেকাল করেন। ডা. মো. হানিফ ইমন জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ১২ তম ব্যাচের ছাত্র ছিলেন। তাঁর মেধা ও পরিশ্রমে তিনি সার্জারিতে ফেলোশিপ অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি যশোর আদ দ্বীন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের একজন দক্ষ ও অভিজ্ঞ সার্জন হিসেবে কর্মরত ছিলেন। চিকিৎসক হিসেবে তাঁর দক্ষতা, পেশাগত মনোভাব এবং রোগীদের প্রতি সহানুভূতি তাকে একজন আদর্শ সার্জন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
প্রয়াত চিকিৎসকের স্বজন ও শুভানুধ্যায়ীরা জানান,
মানুষ হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত, পরোপকারী এবং সবার প্রতি দয়ালু। তাঁর হাস্যোজ্জ্বল মনোভাব, সদালাপিতা এবং সহানুভূতির কারণে তিনি সকলের প্রিয় ছিলেন। তিনি প্রতিটি মুহূর্তে তাঁর আশপাশের মানুষদের ভালোবাসতেন এবং সার্বিক উন্নতির জন্য কাজ করতেন।
তাঁর অবদান এবং স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। আমরা তাঁর প্রয়াণে গভীর শোকাহত। তার পরিবার, বন্ধু, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আপনার মতামত দিন: