DESK

Published:
2024-09-09 12:29:31 BdST

প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীর মত ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের জন্য সপ্তাহে ২ দিন ছুটির দাবি


 
ডেস্ক
________________

ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের জন্য সপ্তাহে ২ দিন ছুটির দাবি জোরালো হচ্ছে। এ ক্ষেত্রে ডাক্তাররা বৈষম্যর শিকার হচ্ছেন।
চিকিৎসক ও কথাসাহিত্যিক:
(কনসালটেন্ট, সার্জিক্যাল ও লিভার আইসিইউ, ইউনাইটেড হাসপাতাল) আশরাফ জুয়েল এই দাবি নিয়ে আওয়াজ তুলেছেন । তিনি বলেন,

"চিকিৎসকসহ অন্যান্য সকল স্বাস্থ্যকর্মী ব্যতীত প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারী সপ্তাহে দুইদিন ছুটি উপভোগ করে। আমরা যে অতিরিক্ত খাটি এর জন্য কেউ কী অতিরিক্ত বেতন/ওভারটাইম ফি পাই? তাহলে এই অতিরিক্ত খেটে লাভ কী?
এসব নিয়ে কথা না বলে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েছে চিকিৎসকসমাজ। এদের উন্নতি হবে না, হবে না, হবে না।"

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়