DESK

Published:
2024-09-01 00:01:17 BdST

এসো এসো হাসপাতালে, করবে এসো হাতের সুখ!


এসো এসো হাসপাতালে, করবে এসো হাতের সুখ!
রোমেন রায়হান

___________________


বাসায় বসে ভাল্লাগে না? মেজাজ খারাপ! ব্যাজার মুখ?
এসো এসো হাসপাতালে, করবে এসো হাতের সুখ!
মারবে কাকে চড়-থাপ্পড়? কার গলাতে মারবে কো*প?
শরীরে যার এপ্রন আর গলায় ঝোলে স্টেথোস্কোপ!
বসে বসে বেতন তোলে, ধরতে পারে রোগীর রোগ?
তা পারে না, সারাক্ষণই টাকা-কড়ির যোগ-বিয়োগ!
সুস্থ মানুষ হাসপাতালে এলেই চেনে যমের ঘর
মানুষ মারায় এদের সবাই এক্কেবারে স্বনির্ভর!
রোগী বাঁচায় উপরঅলা, ফাজিলে নেয় বিশাল ভাব!
ডাক্তার না, কসাই এরা, মারলে পুরো জাতির লাভ।
মারতে মোটেও ভয় পেও না, করবে এসো হাতের সুখ!
উল্টো মারার মুরোদই নাই, এসেই দেখ কী ডরপুক!
স্যাকমো এদের পদবী নেয়, পেট বরাবর লাগায় লাথ!
এদের নেতা থামতে বলে, রাগলে মাথায় বুলায় হাত!
কোলাকুলির জন্য ঠেলে, আপোস-রফায় করায় জোর
এদের কি আর রাত পোহাবে? দেখবে তারা নতুন ভোর?
নাই সেরকম সম্ভাবনা, ভাগ্যে এদের কেবল মার
এদের মতন সফট টার্গেট হয়নি আজও আবিষ্কার!
তাই তো বলি হাসপাতালে এসেই করো হাতের সুখ!
মেজাজ হবে চনমনে আর উধাও হবে ব্যাজার মুখ!
৩১/০৮/২০২৪

 

রোমেন রায়হান
বাংলাদেশের জনপ্রিয় ছড়াকার , লোকপ্রিয় চিকিৎসক;
সহযোগী অধ্যাপক , বঙ্গবন্ধু শেখমিুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
-------------
Visiting Scholar at Sam Houston State University, Associate Professor at Bangabandhu Sheikh Mujib Medical University-BSMMU and Visiting Assistant Professor at The University of Chicago

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়