DESK
Published:2024-08-28 11:42:14 BdST
"৮ হাজারের স্থলে ১০হাজার টাকা বেতন নেওয়া হচ্ছে: : প্রাইভেট মেডিকেল শিক্ষার্থীদের আকুতি
ডেস্ক
__________________
বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে একটি সর্ব মান্য শৃঙ্খলায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। কোন কোন মেডিকেল কলেজে সরকার নির্ধারিত বেতনের চেয়ে বেশি নেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ। সরকার প্রতিমাসে ৮ হাজার টাকা করে ৬০ মাসে সর্বমোট ৪৮০০০০ টাকা বেতন নির্ধারণ করে দিলেও কোন কোন মেডিকেল ১০ হাজার টাকা মাসে নিচ্ছে। এতে ক্ষোভ দানা বাঁধছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী শিক্ষার্থী জানান,
"আমাদের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে বিএমডিসি থেকে প্রতি মাসে ৮ হাজার করে নেওয়ার নির্দেশ দেওয়া থাকলেও কলেজ কর্তৃপক্ষ আমাদের থেকে ১০ হাজার করে বেতন নিয়েছে। উপরন্তু আমাদের ৬০ মাসের বেতন নেওয়ার কথা থাকলেও বৈশ্বিক ক্রাইসিস করোনার জন্য সেশনজট হওয়ায় ৬০ মাসের বেশি বেতন দেওয়ার জন্য জোর দিচ্ছে।
এমতাবস্থায় আমরা বেতন ৮ হাজার এবং ৬০ মাসের বেশি সময় বেতন না দিতে চাওয়ার কথা বললে কর্তৃপক্ষ নাকচ করে দিয়েছেন।
আপনাদের কার কার সাথে আরও এমন হচ্ছে আপনারাও আপনাদের পক্ষ থেকে আওয়াজ তুলুন। এখনই সময় আমাদের লিগ্যাল দাবিদাওয়া আদায় করে নেওয়ার।
বিএমডিসির নির্দেশ ছাড়া আমাদের কাছে থেকে রক্তচোষা কর্তৃপক্ষ যে বাড়তি টাকা নিচ্ছে তা একদম বেআইনি এবং অবৈধ ।
আমরা এখন আমাদের পরবর্তী পদক্ষেপসমূহ কি কি নিতে পারি তারজন্য আপনাদের একটু সহযোগিতা কামনা করছি।"
আপনার মতামত দিন: