Ameen Qudir

Published:
2017-03-01 16:00:01 BdST

'সুপ্রিম কোর্টের স্হগিতাদেশের পর কোনো টেকনোলজিস্ট মুখ ও দন্ত রোগের চিকিৎসা করলে তা দন্ডনীয়'



অধ্যাপক ডা. মোঃ আবুল কাসেম,সভাপতি, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি
_________________________________

ডেন্টাল টেকনোলজিস্ট গন ডেন্টাল সোসাইটির অগোচরে মহামান্য হাইকোর্টে মামলার মাধ্যমে সীমিত পর্যায়ে কয়েকটি বিষয়ে মুখ ও দন্ত রোগের চিকিৎসা করার রায় পেয়েছিল। উক্ত রায়ের বিরুদ্ধে বিএমডিসি মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করেন।প্রধান বিচারপতি সহ চার জন বিজ্ঞ বিচারক মহামান্য হাই কোর্টের রায়টি স্হগিত করিয়া রায় প্রদান করেন।

প্রকারান্তে টেকনোলজিস্টগন স্বীকার করে নিয়েছে তাহারা এতদিন অবৈধ ভাবে মুখ ও দন্ত রোগের চিকিৎসা করেছে। মহামান্য সুপ্রিম কোর্টের স্হগিত আদেশের পর কোনো টেকনোলজিস্ট যদি মুখ ও দন্ত রোগের চিকিৎসা করে তাহা আইনত দন্ডনীয় অপরাধ।

সন্মানিত সকল ডেন্টাল সার্জনদের প্রতি অনুরোধ পরবর্তি শুনানি ও রায়ের পূর্বে কোন টেকনোলজিস্ট যদি রুগির চিকিৎসা প্রদান করে প্রমান সহ (প্রেসক্রিপশন ও ঠিকানা)নিজ উদ্যোগে মামলা করুন অথবা ডেন্টাল সোসাইটিকে অবহিত করে আইনগত ব্যাবস্হা গ্রহন ও সাজা প্রদানে সহায়তা করুন।

_________________________________

অধ্যাপক ডা. মোঃ আবুল কাসেম
সভাপতি, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।
প্রাক্তন অধ্যক্ষ, ঢাকা ডেন্টাল কলেজ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়