Dr. Aminul Islam

Published:
2024-08-20 20:16:40 BdST

২১ আগস্ট সর্বস্তরের ইন্টার্ন চিকিৎসকদের "লং মার্চ টু বিএমডিসি"


প্রতীকী ছবি ইন্টার্নদের

 


ডেস্ক
_____

আগামীকাল বুধবার ২১ আগস্ট ২৪ "লং মার্চ টু বিএমডিসি" কর্মসূচির ডাক দিয়েছেন সারা বাংলা দেশের সর্বস্তরের ইন্টার্ন চিকিৎসকরা।

ডা. মো. আল শাহরিয়ার আকিব লিখিতভাবে জানান

"হোক প্রতিবাদ।
বিএমডিসির বিরূপ সিদ্ধান্তের প্রতিবাদে শের - ই - বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে সকলের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল।
এরই সাথে আগামীকাল বুধবার ২১ আগস্ট ২৪ "লং মার্চ টু বিএমডিসি" কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আমরা একাত্মতার সহিত কর্মবিরতি ঘোষণা করেছি যতদিন ‌না দাবি আদায় হয়....
আমরা আছি সবসময়,
প্রস্তুত হয়ে যান আপনারাও।

ডা. মো. আল শাহরিয়ার আকিব,
ইন্টার্ন চিকিৎসক,
শের - ই - বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল,
বরিশাল।"

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়