DESK

Published:
2024-08-14 11:27:20 BdST

আমি এক অভাগা বেসরকারি ডাক্তার


 

ডেস্ক
_______________________

আমি এক অভাগা বেসরকারি ডাক্তার: শিরনামে একজন নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসক ফেসবুকে লিখেছিলেন তার কষ্টের বিবরণ।
সেটা পড়ে আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক কবি ও চিকিৎসক লিখেছেন অবিনাশী দু:খের কবিতা।
দুটোই প্রকাশ করা হল ।
প্রথমে সেই কবিতা।

 

 

১.
আমি এক অভাগা বেসরকারি ডাক্তার।

চলে না সংসার আমার ;
যার চাকুরি করি , সে এক মস্ত জঘন্য চামার।
না পারি চাকুরি ছেড়ে যেতে;
না পারি কষ্টের কথা কইতে;
না পারি বউয়ের গঞ্জনা সইতে ।
আমি এক অভাগা বেসরকারি ডাক্তার।
যার চাকুরি করি , সে এক মস্ত জঘন্য চামার।

৭ বছর ধরে ডাক্তারির বেগার খাটছি।
শুরুতে পেতাম ২৫ হাজারের কম।
এখন পাই ২৭ হাজার টাকা ।
দিনে দিনে বাড়িয়াছে সংসারের খরচ, বাড়িয়াছে দেনা ,
এই ডাক্তারি সার্টিফিকেট আমার মা ও বাপের রক্তে ঘামে কেনা,

তাই দেখে আমাকে ভালবাসিয়াছিল মোসাম্মৎ আমেনা ;
কিন্তু আমেনার সংসারে ফুটাইতে পারি নাই প্রেমের হাসনাহেনা ।


আমি এক অভাগা বেসরকারি ডাক্তার।
শুধু ডাক্তারি সনদ আমার , শোষণের হাতিয়ার তোমার ।

 

 

২.


যে স্টাটাসকে নিয়ে অজ্ঞাত কবি উপরের কবিতাটি লিখেছেন , তা নিচে প্রকাশ করা হল।
"
৭ বছরের বেশি সময় যাবত আমি এক বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আছি।
শুরু তে বেতন ছিল সব মিলিয়ে ২৫,০০০টাকা। কিছুটা ট্যাক্স বাবদ কেটে রাখত। তখন বলেছিল বছরে ৫% ইনক্রিমেন্ট দিবে।

৭বছর পর বেতন পাই সব মিলিয়ে ২৭,২৫০টাকা । বেতন বাড়াতে গেলে বলে, যে জায়গায় বেতন ভাল দেয় সে জায়গায় চলে যাও। কিংবা আলাপ-আলোচনা করে পরে জানানো হবে।আবার কখনও বলে, হাসপাতাল লসে আছে, কলেজের লাভ থেকে তোমাদের বেতন দেয়া হচ্ছে ইত্যাদি অযুহাত।

পরিবারের টানে অন্য শহরে মন চাইলেও যেতে পারি নাই এই চাকুরি ছেড়ে।

সব কিছুরই ত সংস্কার হচ্ছে।
আমাদের বেসরকারি গরীবদের কথা কি কেউ স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এর কানে তুলে দিতে পারবেন মেহেরবানী করে?"

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়