DESK

Published:
2024-08-08 12:58:55 BdST

স্বাস্থ্যব্যবস্থার অভ্যন্তরের পরিবেশ : চিকিৎসক ব্যাক্তিত্ব ডা.শেখ বাহারুল আলমের আহবান


ডা.শেখ বাহারুল আলম



ডেস্ক
___________

স্বাস্থ্যব্যবস্থা অভ্যন্তরে আতঙ্কিত পরিবেশ : শিরোনামে প্রখ্যাত বিএমএ নেতা ও চিকিৎসক ব্যাক্তিত্ব ডা.শেখ বাহারুল আলম লিখেছেন,
"
শিক্ষার্থীদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় উৎসবের আড়ালে চারিদিকে একদল সন্ত্রাসীচক্র সাধারণ মানুষের বাড়িঘর ও ব্যবসা কেন্দ্রে ভাঙচুর, লুটতরাজ,অগ্নিসংযোগ ও শারীরিক নির্যাতনের যে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করেছে , সে অবস্থায় সরকারি ও বেসরকারি চিকিৎসা কেন্দ্রে রোগী ও চিকিৎসকরা ভীষন আতঙ্কিত। চিকিৎসক ও রোগীর উপস্থিতি নেই বললেই চলে। চিকিৎসা প্রসাশনও ভেঙে পড়েছে, প্রশাসনিক কর্মকর্তারা নিরাপত্তাহীনতার কারণে কর্মস্থলে আসতে পারছে না।
এ আতঙ্কিত পরিবেশের আশু সমাধানের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করছি। তা না হলে হেলথ সার্ভিসে নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করতে থাকবে।সকলের প্রতি সংগ্রামী শুভেচ্ছা ও ভালবাসা-
ডা.শেখ বাহারুল আলম
বিএমএ"

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়