Ameen Qudir

Published:
2017-02-28 02:25:17 BdST

" সৎপথে চলি, সৎ ইনকাম খাই"


 

ডা. জামান অ্যালেক্স
______________________________

১.....

ইয়াং ছেলেপিলেদের সাথে ঘোরাঘুরির আলাদা একটা মজা আছে।নিজের বয়স বাড়ছে এটা বোঝা যায় না।শূন্য থেকে এসেছি আবার শূন্যে চলে যেতে হবে -এটা কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকা যায়, মায়ার জগতে সময় কাটানোর ব্যবস্থা যারা করে দিতে পারে--তারা হেলাফেলা করার কোনো বস্তু না......

প্ল্যান ছিলো- রাতে দলবল নিয়ে খিলগাঁতে Mr.Burger এর 'নাগা বার্গার' খেয়ে Popeyes এ কফি খেতে ঢুকবো।মনটা চাঙা হবার পর বাসায় ঢুকে সারারাত Davidson এর নিউরোলজী চ্যাপ্টারটায় চোখ বুলাবো আর নিজে যে একাডেমিক গ্রুপটা চালাই সেখানে একটার পর একটা তথ্য আপডেট দিবো.....

প্ল্যানিং কাজ করলো না। নাগা বার্গার খেয়ে ঝালের চোটে যখন নাক আর চোখ দিয়ে পানি ঝরছে, এমন সময় ওয়াইফের ফোন। রিসিভ করতেই শুনতে পেলাম মেয়ে কাঁদছে।মেয়ের কাছে ফোন দিতেই মেয়ের একটা কথাই কেবল কানে বাজলো--"আব্বু, তুমি কোথায়?তুমি আসো..."

আমি লোকটা খুব একটা ভালো না -সেটা আমি জানি। কিন্তু ক্রন্দনরত সন্তানের ডাক উপেক্ষা করার ক্ষমতা আমাকে দেয়া হয়নি, আমার মনে হয় কোনো পিতা সেটা উপেক্ষা করতে পারেও না। নিউরোলজী মাথা থেকে ঝেড়ে ফেললাম, শ্বশুরালয়ে যাবার মনস্থির করলাম ......

২....

আসল ঘটনায় আসি....

খিলগাঁও থেকে ধানমন্ডি যাবো, রাত ৯:৩০ ট্যাক্সি এনজি খুঁজছি।একেক সিএনজি ড্রাইভারের সাথে বলছি আর বিরক্ত হচ্ছি।কেউ মিটারে যাবে না, উল্টাপাল্টা ভাড়া চাচ্ছে......

এমন সময় এক সিএনজি সামনে থামতেই-কত নিবে তা জিজ্ঞেস করলাম।বললো-' মিটারে যা আসবো সেটাই দিয়েন'।

পাগল -টাগল নাকি? নাকি অন্ধকার রাস্তায় নিয়ে আগে থেকে সেটিং করা ছিনতাইকারী দিয়ে ছিনতাই-টিনতাই করবে? সাতপাঁচ ভেবে 'যা থাকে কপালে' কথাটা বিড়বিড় করে সিএনজিতে উঠে পড়লাম.....

চলন্ত অবস্থায় একবার জিজ্ঞেস করলাম- 'দিনে কেমন ইনকাম হয়'?বললো-'কোনোদিন ৫০০ ট্যাকা, কোনোদিন সেটাও না'.....

সিএনজি থেকে নেমে ভাড়া দেবার আগমুহূর্তে জিজ্ঞেস করলাম, "এত টানাপোড়ন, মিটারে চলেন কেনো?"

এক সিএনজি ড্রাইভার এর কাছ থেকে যে উত্তর এলো আমি সেটার জন্য প্রস্তুত ছিলাম না.....

উত্তরটি ছিলো-" সৎপথে চলি, সৎ ইনকাম খাই।লোকে আমারে বোকা বলে।ডাল-ভাত খাই, কিন্তু দিন শেষে শান্তির ঘুম দেই...."

যে দেশে উচ্চশিক্ষিতরা দিনে দুপুরে ব্যাংক থেকে হাজার-হাজার কোটি টাকা নির্দ্বিধায় লোপাট করে, সে দেশের সিএনজি ড্রাইভার এসব কি বলে!

আমরা উচ্চশিক্ষিত হতে পেরেছি।কিন্তু এই সিএনজি ড্রাইভার যে মূল্যবোধ ধারণ করে সেটা কি আমরা আমাদের অন্তরে লালন করতে পেরেছি?

মাঝে মাঝে নিজেকে নিজের কাছে এত তুচ্ছ মনে হয় কেনো?

________________________________

ডা. জামান অ্যালেক্স । দেশের জনপ্রিয় লেখক কলামিস্ট।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়