Ameen Qudir

Published:
2017-02-26 17:28:39 BdST

এনাফ ইজ এনাফ!আর নয়!




ডা.শিরিন সাবিহা তন্বী

 

______________________________

 


ছোটবেলায় বাংলা চলচ্চিত্রে ভিলেনকে অভিনয় করতে দেখেছি,সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে!!হে হে হে!!!
এই সময়ের বাংলাদেশে ডাক্তারদের কেবল এইটুকুই কাজ।জাস্ট আঙ্গুলটা বাঁকা করা!

যদি উদ্দেশ্য সৎ হয় এবং অধিকার সচেতনতা হয় তবে আপোষহীনতা অত্যন্ত জরুরী যা আমরা করতে পারছি না বা করছি না।।

গত সপ্তাহে একজন সিনিয়র স্যারের টেবিলে থাকা একটা ইনভাইটেশন কার্ড দেখলাম !
একটা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান।
এই মধ্যাহ্ন ভোজে প্রধান অতিথি জেলা প্রশাসক,,বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান!

তুমি যদি মানসিকভাবে সৎ এবং শক্তিশালী হও,,তুমি কখন ও একা নও!!বিষয়টি এতটাই অপমানজনক মনে হলো,সকলকে জানালাম।প্রতিবাদ করলাম।বিএমএ এই প্রোগ্রাম বর্জন করল।।প্রচার করে দিলাম।।।প্রোগ্রাম ক্যানসেল!!
সমগ্র বাংলাদেশের জন্য একটা ছোট্ট মেসেজ,চিকিৎসা রিলেটেড কোন অনুষ্ঠানে চিকিৎসকদের উপযুক্ত সম্মান না দিলে আমরা তা বন্ধ করতে পারি!!!এবং করব!!!

চিকিৎসকদেরকে কেবল কর্মী মৌমাছি বানিয়ে রেখেছে সমাজ!রাজনীতিবিদ,আমলা আর ব্যবসায়ীরা হবে রানী মৌমাছি!!

অথচ সর্বোচ্চ ভাল ফলাফল করে নিজেকে প্রমান করেই এই পেশাতে এসেছি।
মেধার সাথে সাথে দরকার এটিচুড!!!
দরকার সাহসিকতা!ঐক্যবধ্যতা!আত্মবিশ্বাস এবং আপোষহীনতা!!!

প্রায় সবগুলো ঔষধ কোম্পানির ই সিস্টার কনসার্ন কোন না কোন ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া।অপসাংবাদিকতার নোংরা জালে এরা আমাদের ফাঁসায় আর আমাদের ই কলমের ডগায় এদের সচ্ছলতার পথ রচিত হয়।
এনাফ ইজ এনাফ!আর নয়!!
সিনিয়রদের উপর সম্মান রেখে বলছি।নিজেদের সম্মান হারাবেন না।জুনিয়রদের সাথে সাথে আপনারাও SK+F এর এম আর দের ভদ্র ভাষায় বর্জন করুন।।তাদের উর্ধ্বতন কতৃপক্ষকে মেসজটি পৌছে দিতে অনুরোধ করুন।
প্রথম আলো ডাক্তারদের বিরুদ্ধে হলুদ সাংবাদিকতা বন্ধ না করলে আলু পটল সব ব্যবসা করুক।বাংলাদেশে ঔষধের ব্যবসা না।।

কেবল এইটুকু আঙ্গুল সকলের সমন্বয়ে বাঁকালেই এই দেশে চিকিৎসকদের সম্মান অনেকটা পুনরুদ্ধার হবার পথ সুগম হবে!!!

____________________________

ডা.শিরিন সাবিহা তন্বী । দেশের জনপ্রিয় কলামিস্ট। প্রতিভাবান কথাশিল্পী। মেডিকেল অফিসার, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। পেশাজীবী নেতা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়