ডা. লাবনী সুস্মিতা
Published:2022-11-24 23:37:29 BdST
২৫ নভেম্বর বাংলাদেশের চিকিৎসকদের বৃহত্তম সম্মিলনী হতে চলেছে সোহরাওয়ার্দী উদ্যানে
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে প্রস্তুতি
ডা. লাবনী সুস্মিতা
_____________________
২৫ নভেম্বর বাংলাদেশের চিকিৎসকদের বৃহত্তম সম্মিলনী হতে চলেছে সোহরাওয়ার্দী উদ্যানে ।
মুক্তিযুদ্ধ , মুক্তিবুদ্ধির সপক্ষের বৃহত্তম
চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন আগামী ২৫ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ স্বাক্ষরিত এক চিঠিতে সম্মেলন সুষ্ঠুভাবে সফল করার জন্য স্বাচিপের সব শাখার নেতাকর্মীদের সম্মেলনস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে প্রস্তুতি-----------
প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ১৩ নভেম্বর সর্বশেষ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন কমিটি গঠনের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়ে ওইদিন সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অধ্যাপক ডা. ইকবাল আর্সলানকে সভাপতি ও ডা. এমএ আজিজকে মহাসচিব নির্বাচিত করা হয়।
আপনার মতামত দিন: