ডা শাহাদাত হোসেন

Published:
2022-06-07 19:59:45 BdST

"ডিএমএফ ডিগ্রিধারীরা চিকিৎসা সহকারী:তারা আল্ট্রাসনোগ্রাম করা, রোগীকে আল্টাসনোগ্রাম করানোর লিখিত উপদেশ দিতে পারবেন না":বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল 


 

ডেস্ক
_________________

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল :বিএমএন্ডডিসি জানিয়েছে,
ডিএমএফ ডিগ্রিধারীগণ বিএম এন্ড ডিসি হইতে নিবন্ধন প্রাপ্ত হইয়া চিকিৎসা সহকারী; তারা আল্ট্রাসনোগ্রাম করা কিংবা রিপোর্ট প্রদান করা, এমনকি রোগীকে আল্টা সনোগ্রাম করানোর লিখিত উপদেশ দিতে পারবেন না।

বিএমডিসি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. আরমান হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘ডিএমএফ ডিগ্রিধারীগণ বিএমএন্ডডিসি হইতে নিবন্ধন প্রাপ্ত হইয়া চিকিৎসা সহকারী হিসাবে চিকিৎসা সেবা প্রদান করিবেন। তাহাদের কর্মপরিধি বিএমএন্ডডিসি হইতে প্রাপ্ত তাহাদের নিবন্ধন সনদে উল্লেখ আছে। আল্ট্রাসনোগ্রাম করা কিংবা রিপোর্ট প্রদান করা, এমনকি রোগীকে আল্টা সনোগ্রাম করানোর লিখিত উপদেশ দেওয়া তাহাদের নির্ধারিত কর্মপরিধির বহির্ভূত বলিয়া গণ্য হইবে। আপনি পত্রে ডিএমএফ ডিগ্রীধারীগণকে চিকিৎসক হিসাবে উল্লেখ করিয়াছেন। বাস্তবে তাহাদিগকে চিকিৎসা সহকারী হিসাবে উল্লেখ করিতে হইবে।’

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. মনজুর-এ-মুর্শেদ বিএমডিসির রেজিস্ট্রার বরাবর গত ২৬ মে একটি চিঠি
দেন। সেটির উত্তরে বিএমডিসি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. আরমান হোসেন এই নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।


উল্লেখ , গত ১ জুন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. মনজুর-এ-মুর্শেদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়