ডা শাহাদাত হোসেন

Published:
2022-05-31 20:42:55 BdST

রোগী সেবার বিচিত্র অভিজ্ঞতারোগীর মায়ের বান্ধবী ,ছাগল বেচা ১৫০০০ টাকা এবং ২৫০০ টাকা গড়মিলের রহস্য


বিশিষ্ট লেখক ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সুরেশ তুলসান



ডেস্ক
________________________
রোগী সেবার বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় ডাক্তারদের। কোন কোন অভিজ্ঞতা আনন্দ দেয় অপরিসীম। কোন কোন অভিজ্ঞতা মানব-মন রহস্যের অজানা জানালা খুলে দেয়। তেমনই এক সত্য কাহিনি জানাচ্ছেন বিশিষ্ট লেখক ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সুরেশ তুলসান।
একজন মা তার মেয়েকে নিয়ে এসেছেন অপারেশন করানোর জন্য। সাথে সেই মায়ের এক বান্ধবী। অপারেশন এর বিল মোট ১৫,০০০/- টাকা। রোগী ছুটির দিন সেই বান্ধবী একাই এলেন বিল পরিশোধ করতে। দুই হাত জোড় করে ভিষণ কাকুতি মিনতি, স্যার আপনার হাতে ধরি, পায়ে পড়ি, শুধু সশরীরে পা ধরা বাকি। তার বান্ধবী অর্থাৎ রোগীর মা খুবই গরীব, হত দরিদ্র, লজ্জায় আসতে পারেন নাই তাই বান্ধবীর হাতে টাকা পাঠিয়েছেন। ছাগল বেচা টাকা। অগত্যা ১২,০০০/- টাকা তেই বাধ্য হয়ে ছুটি দিলাম।
ঘন্টাখানেক পর রোগীর মায়ের টেলিফোন "স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমার বান্ধবী বললো, আপনি তার পরিচিত, তাই সে একা বিল দিতে গেলে আপনি কিছু কম নিবেন। আপনি ৫০০/- টাকা কম অর্থাৎ ১৪৫০০/- টাকা নিয়েছেন, এজন্য অনেক ধন্যবাদ আপনাকে"।

সেই সময় আমার কেমন মানসিক অবস্থা হয়েছিল কেউ কি বুঝতে পেরেছেন ?

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়