Dr.Liakat Ali
Published:2022-03-06 19:58:52 BdST
অধ্যাপকের বিরুদ্ধে 'কুৎসা ও যৌন হয়রানির অপবাদ', ময়মনসিংহ মেডিকেল কলেজের ১০ ছাত্র বহিষ্কার
ডেস্ক
ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে " যৌন হয়রানির অপবাদ" দিয়ে মানববন্ধন কর্মসূচি ও কুৎসা প্রচার করায় ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করেছে ও-ই কলেজের একাডেমিক কাউন্সিল।
গত ২৩ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে একদল শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের বক্তব্য ছিল মমেক সার্জারি বিভাগের বিভাগ প্রধান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ ফাইনাল পরীক্ষায় পাস করানোর শর্তে এক নারী শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়েছেন। এ ঘটনায় ডা. মো. আবুল কালাম আজাদ অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।
পরবর্তীতে শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন এবং সংবাদ সম্মেলন করেন।
এর প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তায়্যেবা তানজিন মির্জাকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
কমিটি শনিবার প্রতিবেদন দাখিল করে। সকাল ১১টায় কলেজ একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। বিকেল ৫টায় সভা শেষে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্ত রঞ্জণ দেবনাথ মিডিয়ার কাছে বলেন, ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আপনার মতামত দিন: