Dr.Liakat Ali

Published:
2022-02-28 00:33:26 BdST

বিশ্বের সেরা ভবনের পুরস্কার জিতলো সাতক্ষীরার হাসপাতাল


সাতক্ষীরায় অবস্থিত সেই হাসপাতাল


ডেস্ক

_________

'বিশ্বের সেরা ভবনের' পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতাল। নূন্যতম সম্পদের সাহায্যে নির্মিত পরিবেশবান্ধব এই ভবনটি এক সম্মান জনক বৈশ্বিক প্রতিযোগিতায় সেরার পুরস্কার জিতেছে।

বিশ্বে কম খরচে ব্যতিক্রমী নকশায় নির্মিত ভবন ও ভবনের স্থপতিকে এই পুরস্কারে ভূষিত করে যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা)। সংস্থাটির জুরি বোর্ড জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা মাথায় রেখে ন্যূনতম সম্পদ ব্যবহার করে এই হাসপাতাল নির্মিত হয়েছে। তাই এটি অন্য ভবনগুলোর তুলনায় ব্যতিক্রম।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়