Dr.Liakat Ali

Published:
2022-02-26 01:46:29 BdST

চিকিৎসাশাস্ত্রের মানোন্নয়নে অবদানের জন্য ১৩ জন বরেণ্য চিকিৎসককে সম্মাননা


 

ডেস্ক
_____________

স্বাস্থ্যসেবা ও চিকিৎসাশাস্ত্রের মানোন্নয়নে অবদানের জন্য  বাংলাদেশের  ১৩ জন কৃতি চিকিৎসক স্মারক সম্মাননা পেলেন। বরেণ্য বিশিষ্ট ব্যক্তিরা হলেন,অধ্যাপক শেখ আলী আশরাফ, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, বিএসএমএমইউ ইমেরেটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. মাহমুদ হাসান, ইউজিসি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, অধ্যাপক সিরাজুর রহমান খান, অধ্যাপক সুফিয়া রহমান, অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক এম আমজাদ হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নুরুন নাহার ফাতেমা বেগম।বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রের ইন্টারভেনশনাল একাডেমির যৌথ উদ্যোগে ২ দিনব্যাপী হৃদরোগ বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২২ এ আজ রাত ৮টায় স্বাস্থ্যসেবা ও চিকিৎসাশাস্ত্রের মানন্নোয়নে অবদানের জন্য এই ১৩ জন কৃতি চিকিৎসককে স্মারক সম্মাননা প্রদান করা হয়। 

ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন  সম্মাননা প্রাপ্ত বরেণ্য চিকিৎসকদের বিপুল অভিনন্দন জানান। এক বক্তব্যে বলেন, রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তানদের সম্মানিত করলে সমাজ, দেশ সম্মানিত হয়। জাতির সূর্য সন্তানদেরকে সম্মান জানিয়ে আমরা আগামী প্রজন্মকে সেবার শ্রেষ্ঠ ধর্ম পালনে উদ্বুদ্ধ করতে পারি। 

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়