Dr.Liakat Ali

Published:
2022-02-18 02:04:41 BdST

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল, ২২ এপ্রিল ডেন্টাল ভর্তি পরীক্ষা


 

ডেস্ক


বাংলাদেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ১ এপ্রিল এবং ২২ এপ্রিল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজের (ব্যাচেলর অব ডেন্টাল সার্জন বা বিডিএস কোর্স) ভর্তি পরীক্ষা
নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর। কয়েক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে অনলাইনে ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

২৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আগামী ১০ কিংবা ১১ মার্চ আবেদনের শেষ সময় থাকবে।

বর্তমানে বাংলাদেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে সর্বমোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০ এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়