Dr.Liakat Ali

Published:
2022-02-12 11:10:16 BdST

৩৯তম বিসিএসের চিকিৎসকদের অবিলম্বে প্রাপ্য ডেপুটেশনের দাবি


ডা. আবুল হাসনাৎ মিল্টন, চেয়ারম্যান

 

ডেস্ক
______________
৩৯তম বিসিএসের চিকিৎসকদের অবিলম্বে প্রাপ্য ডেপুটেশন দেবার দাবি জানালো এফডিএসআর।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ২০১৯ সালের ৮ ডিসেম্বর যোগদান করে বর্তমানে দুই বছরের অধিককাল হলেও ৩৯তম বিসিএসের যে সকল চিকিৎসক প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন স্নাতকোত্তর কোর্সে চান্স পেয়েছেন, তাদের প্রাপ্য ডেপুটেশন দেওয়া হচ্ছে না। ডেপুটেশন না দেবার পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে যে, বিভিন্ন নগরকেন্দ্রিক কোভিড হাসপাতালে কার্যরত থাকার জন্য তারা গ্রামে দুই বছর থাকার প্রয়োজনীয় শর্ত পূরণ করে নি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের এহেন সিদ্ধান্তে আমরা যুগপৎ বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছি। জাতির ক্রান্তিলগ্নে সরকারী সিদ্ধান্তে যে সকল তরুণ চিকিৎসকবৃন্দ কোভিড মহামারী চলাকালিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোভিড বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করলেন, আজ সে কারণেই তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। যে সাহসী ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ যাদের পুরস্কৃত হবার কথা, কতিপয় আমলার অমানবিক, নির্যাতন ও হয়রানিমূলক সিদ্ধান্তের কারণে আজ সেইসব চিকিৎসকেরই সম্ভাবনাময় ভবিষ্যত বিপন্ন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর) এর পক্ষ থেকে আমরা অবিলম্বে ৩৯তম বিসিএসে যোগদানকারী স্নাতকোত্তর কোর্সে চান্স পাওয়া সকল চিকিৎসকের প্রাপ্য ডেপুটেশন প্রদানের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা চিকিৎসকদের প্রাপ্য অধিকার আদায়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। পাশাপাশি কোভিড হাসপাতালে কর্তব্য পালনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত প্রণোদনার অর্থ যেন সকল চিকিৎসকের কাছে পৌছে দেওয়া হয়, আমরা সেই দাবি জানাচ্ছি।

বিবৃতি প্রদানে:

ডা. আবুল হাসনাৎ মিল্টন
চেয়ারম্যান

ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন
মহাসচিব

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)

১১ ফেব্রুয়ারি ২০২২

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়