Dr.Liakat Ali

Published:
2021-10-21 02:03:05 BdST

চিকিৎসকদের স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড দেবে বিএমডিসি


 

 

সংবাদসংস্থা
_________
চিকিৎসকদের স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড বা রেজিস্টার্ড পরিচয় পত্র দেবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।এজন্য পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
বিএমডিসির কাউন্সিলরদেরকে দিয়ে প্রাথমিকভাবে পকেট ভার্সন রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডের উদ্বোধন করা হয়েছে। এটি পর্যায়ক্রমে সব চিকিৎসককে দেওয়া হবে।

দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যে বেশ কিছু দিন আগে ডাক্তারদের জন্য স্মার্ট কার্ড বাস্তবায়ন হয়। কেরলও একই উদ্যোগ নিয়েছে।
প্রকৃত ডাক্তারদের জন্য এটি সফল প্রক্রিয়া।

এদিকে বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার জানান, এই কার্ড দেওয়া তিন-পাঁচ মাসের মধ্যে শুরু হচ্ছে । কার্ডের সকল সিকিউরিটি নিশ্চিত করে চিকিৎসকদেরকে এই কার্ড দেওয়া হবে।

বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার বলেন, এই কার্ডের মধ্যে একটি কিউআর কোড দেওয়া হয়েছে। কারও যদি মোবাইলে কিউআরের অ্যাপ থাকে, কার্ডটি মোবাইলের সামনে ধরলে সরাসরি আমাদের বিএমডিসির ওয়েবসাইটে চলে যাবে। এই কার্ডের মাধ্যমে আসল বা নকল চিকিৎসক শনাক্ত করা যাবে।

কেউ যদি এই কার্ড ব্যবহার করে এবং কিউআর কোডটা যদি বিএমডিসির ওয়েবসাইটে না থাকে। তাহলে এই কার্ড কাজ করবে না।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়