Dr.Liakat Ali
Published:2021-09-25 18:00:43 BdST
তৃতীয় ডোজ নানা মতামত বিশ্বে
লেখক
অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
_______________________
করোনা টিকার তৃতীয় ডোজ
নানা মতামত বিশ্বে।
ইজরায়েল । জুলাই ২০২১ সালে ইজরায়েল হল প্রথম দেশ ৬০ ঊর্ধ্ব মানুষ আর যারা ৫ মাস আগে দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের তৃতিয় ডোজ দেবার অনুমোদন দিলেন।
যুক্তরাজ্য । ৫০ ঊর্ধ্ব যারা , স্বাস্থ্য পরিচর্যা কর্মী আর যাদের অন্তর্গত অসুখ আছে তাদের জন্য বুসটার ডোজ ।
যারা ইম্মুন দুর্বল লোকের সাথে থাকেন তাদেরকে দ্বিতীয় ডোজের ৬ মাস পর দেবেন তৃতীয় ডোজ ।
আমেরিকা
ফাইজারের টিকা বুস্টার ডোজ দ্বিতীয় ডোজ সম্পূর্ণ বার ৮ মাস পর প্রথপম সবার জন্য বলা হলেও পরে একে সীমিত করা হল বয়স্ক নাগরিক আর যাদের ক্রনিক অসুখ তাদের জন্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা / প্রাথমিক টীকা র্মসূচীর পর ব্যাপক তৃতীয় ডোজ দেবার চাহিদা সম্বন্ধে তথ্য প্রমান তেমন নাই।
আপনার মতামত দিন: