Dr. Aminul Islam

Published:
2021-09-23 23:41:07 BdST

শিশুদের মধ্যে সংক্রমণ বেড়েছে ত্রিশ গুণ :আমেরিকায় ২৫০০০০এর বেশি শিশু আক্রান্ত


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
________________

স্কুল বৎসর শুরু হতে হতে শিশুদের মধ্যে কোভিড ১৯ সংক্রমণ দ্রুত বেড়ে গেল। সাম্প্রতিক এক রিপোর্টে শিশুদের মধ্যে সংক্রমণ বেড়েছে ত্রিশ গুণ। আর কোভিড সংক্রমণের ৩০%। সেপ্টেম্বর ২০২১ এর প্রথম দিকে। আমেরিকায় ২৫০,০০০ জনের বেশি শিশু আক্রান্ত । প্যানডেমিক শুরুর পর এক হপ্তায় শিশু সঙ্ক্রমনের তৃতীয় উচ্চ তম সংখ্যা । ১৯ স্টেটের রিপোর্ট এটি । প্রকাশ করেছেন আমেরিকান একাডেমী অব
পে ডিয়াট্রিক্স এ। তাদের প্রতিবেদনে দেখা যায় সঙ্ক্রমন ঊর্ধ্ব গামী , স্কুল খোলার পর থেকে ।
প্যানডে মিক শুরুর পর থেকে ৫৫ লক্ষ শিশু হয়েছে কোভিড পজিটিভ ।
গ্রীষ্মের শুরুর পর কমে আবার বাড়ছে গানিতিক হারে।
অগাস্ট আর সেপ্টেম্বরে ৯২৫,০০০ এর বেশি সঙ্ক্রমন।
প্যানডে মিকের পর শিশুরা সম্মিলিত সঙ্ক্রমনের হল ১৫.৭%।
জুলাই ২০২১ এরপর থেকে বাড়তে লাগ ল । মধ্য সেপ্টেম্বরে শিশু সঙ্ক্রমন হল হপ্তায় ২৫,৭%। ১৮ বছরের নিচে শিশু হল আমেরিকার
জনগোস্টি র ২২.২%। কিছু স্টেট যেমন টেনেসে আর ও বেশি
কো ভি ডের কারণে গুরুতর সঙ্ক্রমন অতি বিরল শিশুদের মধ্যে। ০.১ -১.৯ % লাগে হাসপাতাল ভর্তি । ভাইরাস শিশুর দীর্ঘ মেয়াদি শারিরিক আর মানসিক আর আবেগের স্বাস্থ্য ক্ষুণ্ণ করতে পারেনা।
১২ বছরের নিচের শিশু এখন ও টীকা গ্রহনের জন্য অনুমোদিত নয়।
উপাত্ত বলে বয়সি শিশুদের আর বয়স্কদের টিকা দিলে কম বয়সি শিশুদের সঙ্ক্রমন ঠেকাবে ।যুক্ত রাজ্যে এক রকম উপাত্ত। সেখানেও অনেক শিশু সঙ্ক্রমিত হয়ে স্কুলে অনুপস্থিত ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়