Dr.Liakat Ali
Published:2021-08-20 04:20:37 BdST
অতি মারীতে চলে গেলেন সহযোগী অধ্যাপক ডা.মনিরুজ্জামান এবং ডা . গোলাম মোস্তফা
বিএসএমএমইউ সংবাদ দাতা
________________________
অতি মারী করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের অ্যানেসথেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মনিরুজ্জামান এবং ডা . গোলাম মোস্তফা ।
দুই চিকিৎসক এর অকাল প্রয়াণে গভীর শোক জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন।
তিনি প্রয়াতের পরিবার সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ডা. মোহাম্মদ মনিরুজ্জামান ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী।
ডা. গোলাম মোস্তফা
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ডা. গোলাম মোস্তফা। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) মারা যান তিনি।
ডা. গোলাম মোস্তফা ঢাকা ডেন্টাল কলেজ থেকে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) সম্পন্ন করেন। তিনি ছিলেন ডি-১২ ব্যাচের শিক্ষার্থী।
এর আগে করোনাভাইরাসটি আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের অ্যানেসথেশিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মনিরুজ্জামান।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ডা. মোহাম্মদ মনিরুজ্জামান ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী
আপনার মতামত দিন: