ডেস্ক

Published:
2021-08-14 14:55:14 BdST

যে কারণে ডেল্টা অন্য প্রজাতির চেয়ে ভিন্ন


 


অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
___________________

কেন ডেল্টা অন্য করোনা প্রজাতির চেয়ে ভিন্ন ?

১। ছড়ায় খুব সহজে। সংক্রমিত করে বেশি লোক । সাধারন ধরন ২ জনকে ছড়ালে ডেল্টা ছড়ায় ৪-৫ জনকে । অন্য প্রজাতির চেয়ে অনেক দ্রুত ছড়ায় ডেল্টা ।

২। যারা টিকা নেন নি তাদের মধ্যে অন্য ধরনের চেয়ে অনেক গুরুতর অসুখ সৃষ্টি করে।
যারা পূর্ণ টিকা নেন তারা যারা নেন নি তাদের চেয়ে অনেক কম অসুস্থ হন তবে এর পরও সঙ্ক্রমিত হতে পারেন , ছড়াতেও পারেন
পূর্ণ টিকা যারা নেন তারা গুরুতর অসুখ , হাসপাতালে সবাস আর মৃত্যু ঝুকি অনেক কম যারা টিকা নেন নি তাদের চেয়ে।

৩। কি করে ডেল্টার বিস্তার ধীর করা যায় ।
টিকা নিলে কোভিড ১৯ থেকে গুরুতর অসুস্থ হওয়া এমনকি ডেল্টা ধরন থেকে অসুস্থ হওয়া ঠেকাবে । কমাবে সেই লোক সমাজে ভাইরাসের বিস্তার । তাই দ্রুত টিকা নিন।

৪। ব্যাপক সংক্রমণ আছে এমন এলাকা তে থাকলে ঘরের ভেতর ও লোক সমাগমে মাস্ক পরা উচিত। টিকা নেয়া থাকলে ও তা করতে হবে।
কো ভি ড ১৯ এর মুখামুখিও হলে আর উপসর্গ হলে টিকা নেয়া থাকলে ও টেস্ট করাতে হবে।

৫। নিজে জন প্রতিনিধি বা ব্যবসায়ি নেতা হলে ডেল্টা বিস্তার রোধে জনগনের মাস্ক পরা আর টিকা নেওয়া উৎসাহিত করতে হবে। বিশেষ করে যেখানে সংক্রমণ খুব বেশি সে সব স্থানে এর গুরুত্ব বেশি।পূর্ণটিকা নেয়া থাকলে ও যারা শিক্ষক , স্টাফ , অভিভাবক , তারা স্কুলে মাস্ক পরবেন।

সহায়ক সুত্র সি ডি সি

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়