Dr. Aminul Islam
Published:2021-08-11 19:54:00 BdST
বেসরকারি ক্লিনিক- হাসপাতালের তরুণ ডাক্তারদের দিনমজুরি, ছুটা ক্রীতদাস প্রথা দেখার কেউ নেই
ডা. ওসমান শিশির 
_________________________
বেসরকারি ক্লিনিক আর হাসপাতালের তরুণ ডাক্তারদের নামমাত্র বেতন দিয়ে ঠকানো হচ্ছে যুগ যুগ ধরে। 
এটা এখন প্রথায় পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে, এই ঠকবাজি কি কেয়ামত পর্যন্ত চলবে। এসব দেখার কি কেউ নেই। 
একজন প্রাইভেট ক্লিনিক এ র ডিউটি ডাক্তারের বেতন কত, হে বাংলাদেশ তুমি জানো কি।
অনেক ক্লিনিক হাসপাতালে ডেইলি লেবার টাইপ সিস্টেমে বেতন দেওয়া হয়। 
বেসরকারি হাসপাতালের ছুটা ডাক্তারদের জন্য বিএমএ নেই। বেসরকারি হাসপাতালের ছুটা ডাক্তারদের জন্য মানবাধিকার নেই।
বেসরকারি হাসপাতালের ছুটা ডাক্তারদের জন্য কোন মানবিক লেখক নেই। 
শুধুমাত্র সেই কবে বাংলা দেশের স্বাস্থ্যাচার্য ( ডাক্তার প্রতিদিন কে ধন্যবাদ, স্যারকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য) অধ্যাপক ডা শুভাগত চৌধুরী লিখেছিলেন,
"বেসরকারি ক্লিনিক আর হাসপাতালে তরুণ ডাক্তারদের অতি নিম্নবেতন দুঃখ জনক ।
ক্লিনিক এত ব্যবসা করলেও ডাক্তার রা কঠোর পরিশ্রম করে পায় সামান্য টাকা । পেশাজীবী সংগঠন ব্যপার টি নিশ্চয় দেখবেন । বেসরকারি অনেক হাসপাতালের জন সম্পদ উৎস হল সরকারি হাস্পাতালের বিশেষজ্ঞ আর অন্যান্য চিকিৎসক । তারা নিজস্ব জন সম্পদ সৃষ্টির চেষ্টা করা উচিত ।"
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       