ডেস্ক

Published:
2021-07-23 13:44:48 BdST

অকালে চলে গেলেন ৩  চিকিৎসক,অন্তঃসত্ত্বা ডা. জারিন ও ডা. হালিমা এবং সিএমসির ডা. রাসেল


ডা রাসেলের ফাইল ছবি।   ছবি :ডা ফেরদৌস ফয়সালের সৌজন্যে 
ডেস্ক
___________

অকালে সবাইকে কাঁদিয়ে হঠাৎ চলে গেলেন ৩ নবীন চিকিৎসক।
ইদুল আজহার
আগে ও পরে প্রয়াত হয়েছেন ৩জন চিকিৎসক।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৩ ব্যাচের ডা.শরীফ হাবিবুর রহমান  রাসেল আর নেই।
এর মধ্যে ডা. জারিন তাসনীম রিমি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ৪২ বিসিএসের ভাইভা পরীক্ষাও দিয়েছিলেন তিনি।
ঈদের আগের মঙ্গলবার ৪২তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ডা. হালিমা আকন্দ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর আগে অন্তঃসত্ত্বা ডা. হালিমা আকন্দের গর্ভজাত শিশু প্রিমেচিউরিটির জন্য NICU তে মারা যায়।
৩ মেধাবী চিকিৎসক এর প্রয়াণে গভীর শোক জানান ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা
আলগিন। তিনি বলেন, এই অকাল মৃত্যুতে আমরা শোকাহত। প্রয়াত ৩ চিকিৎসকের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানাই।


শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নবম ব্যাচের ছাত্রী ডা. জারিন তাসনীম রিমি আর নেই। বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।


ডা. জারিন তাসনীম রিমি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ৪২ বিসিএসের ভাইভা পরীক্ষাও দিয়েছিলেন।

তিন দিনের জ্বর নিয়ে ভর্তি হলেন, সকালে করোনাভাইরাস শনাক্ত হয়। দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

 

 

ডা হালিমা  ইবনে সিনা মেডিকেল কলেজের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন৷ ২০১৬ সালে তিনি এমবিবিএস পাস করেন৷ এবছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী বিভাগে রেসিডেন্ট হিসেবে যোগদান করেন৷

 

ডা রাসেলের প্রয়াণে সিএমসি প্রাক্তন ডা 

আহমদ শরীফ শুভ ও ডা ফেরদৌস ফয়সাল গভীর শোক জানান। 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়