Dr. Aminul Islam

Published:
2021-07-10 02:07:04 BdST

পিতামাতা হারা শোকাহত ডা. জাকিকে মর্মস্পর্শী ভাষায় শান্তনা জানালেন অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল



ডেস্ক
_________________

অতিমারীতে বাবা ও মায়ের মৃত্যুতে শোকাভিভূত ডা. জাকিকে মর্মস্পর্শী ভাষায় শান্তনা জানালেন অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল।
নানা বঞ্চনা, অপমানের শিকার বাংলাদেশের চিকিৎসক সমাজের জন্য অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল এখন বিবেক স্বরূপ।

ডা. জাকি-র মর্মান্তিক স্টাটাস  নিয়ে ডাক্তার প্রতিদিন এ একটি মানবিক প্রতিবেদন প্রকাশ হলে অধ্যাপক ডা মওদুদ আলমগীর পাভেল স্বতঃপ্রণোদিত হয়ে এই মর্ম ছোঁয়া লেখা লেখেন।
তিনি শোকাহত জাকি-র উদ্দেশ্যে লিখেছেন,
"
প্রিয় জাকি
তোমাকে আমি জানতাম না, তোমার লেখা তোমাকে চিনিয়ে দিল। আমি তোমার লেখার প্রতিটি শব্দ পড়েছি, আলাদা করে পড়েছি বার বার। তোমার সিদ্ধান্তের যৌক্তিকতা বা তোমাকে স্বান্তনা দেয়ার চেষ্টা নিয়ে আমার কথা নয়। আমার কথা তোমার সামনের দিন নিয়ে। পৃথিবীতে মানুষের আসা আর যাওয়ার সিদ্ধান্ত তার নিজের নিয়ন্ত্রণে নেই সেটা সত্যি বলে জানলেও আমরা অপরাধবোধে দগ্ধ হই আমাদের বোধের যন্ত্রণায়, আর মানব জন্মের সবচে অস্বস্তিকর অনুভূতি এই বিবেকবোধ, এটা আমাদের মনের গভীরে এমনভাবে থাকে যে একে পাশ কাটানো যায় না ,, তুমিও পারছো না, সেটাই তোমার মত একজন সংবেদনশীলের কাছে প্রত্যাশিত। হঠাৎ করে সৃষ্টি হওয়া একটা শূন্যতার রেশ না কাটতেই আরেক শূন্যতার বিভীষিকা কতটা ভয়ংকর সেটা বুঝতে তুমি হতে হবে, আমরা কেউই পারবো না।
আমাদের শত কষ্ট অগ্রাহ্য করে প্রকৃতি আনন্দিত হবে, পরিবেশ উদ্বেলিত হবে, তোমার অনিচ্ছুক মন একসময় এসবে মানিয়ে নেবে নিজেকে, আর পর তুমি কি করবে সেটা নিয়ে আমি কোন পরামর্শ দেব না, তোমার মনই সেদিন তোমাকে বলবে কি তোমার করতে হবে। ভালো থেকো এমন যান্ত্রিক উচ্চারণ করবো না। কখনো মন চাইলে কথা বলো।
"

অতি মারী করোনায় পিতা মাতা কে হারিয়ে এক মর্মস্পর্শী স্টাটাস লিখেছেন ডা. জাকিউদ্দিন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “কোভিড রোস্টারে নাইট ডিউটিতে ছিলাম। আব্বুর অবস্থা খারাপ শুনে আমি ডিউটি থেকে গিয়ে হাসপাতালে নিয়ে আসলাম। কিন্তু আটকাতে পারলাম না। জ্ঞান থাকা অবস্থায় বলেছিল, বড় বাবু ব্যবস্থা করবে। আমি আব্বু-আম্মুর ব্যবস্থা করে দিয়েছি। একদম এতিম হয়ে গেছি ছয় মাসের ভেতর। কোভিড দিয়ে ইনফেকটেড করে মেরে ফেলেছি। নো প্যারেন্টস ডিজার্ভ অ্যা চাইল্ড লাইক মি। হু কিলস দেয়ার প্যারেন্টস উইদইন সিক্স মানথস। আই থিঙ্ক আই শেল নট কন্টিনিউ দিজ প্রফেশন এনিমোর।”

 

ডাক্তার প্রতিদিন এ প্রকাশিত রিপোর্ট এর লিঙ্ক 

https://daktarprotidin.com/clinic-hospital/6914/%E0%A6%85%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%81%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%87-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B0

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়