ডা কামরুন লুনা

Published:
2021-07-06 06:47:28 BdST

স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান করোনা আক্রান্ত,সুস্থতার জন্য প্রার্থনা



ডেস্ক
_______________________


বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক নেতা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা.এম. ইকবাল আর্সলান করোনা আক্রান্ত হয়ে নিজের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন অধ্যাপক ডা ইকবাল আর্সলান এর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন।
তিনি বলেন, অধ্যাপক ডা ইকবাল আর্সলান চিকিৎসকদের পরম ভরসার নাম। চিকিৎসক সমাজ তাঁর আশু রোগমুক্তি প্রার্থনা করছেন। আশা করি, সকলের প্রার্থনায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট এর সাধারণ সম্পাদক ডা তারিকুল ইসলাম সুমন জানান,

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা.এম. ইকবাল আর্সলান স্যার আজ কোভিড আক্রান্ত হয়েছেন। স্যার বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা ও স্থিতিশীল আছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর

সকলের পক্ষ থেকে স্যারের দ্রুত রোগমুক্তি কামনা করছি ও তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়