Dr. Aminul Islam

Published:
2021-06-27 20:00:33 BdST

কেন বাজারে লোকালয়ে মসজিদে মন্দিরে এমন কি ডাক্তারের চেম্বারেও মাস্ক পরবেন, এক মর্মস্পর্শী কাহিনি


 


ডেস্ক
______________

কেন মাস্ক পরবেন, কেন গুজব গজবীদের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বাজারে লোকালয়ে মসজিদে মন্দিরে এমন কি ডাক্তারের চেম্বারেও মাস্ক পরে সতর্কতা অবলম্বন করবেন, তারই একটি জীবন থেকে নেওয়া মর্মান্তিক কাহিনি জানালেন কুষ্টিয়া মেডিকেল কলেজের কৃতি চিকিৎসক ডা. সুরেশ তুলসান ।

তিনি এক লেখায় সেই অভিজ্ঞতা তুলে ধরে লিখেছেন,

চেম্বারে কেউ ঢোকার সময়ই আমার গেটের এটেন্ডেন্ট ছেলেটা প্রথমত মাস্ক ছাড়া কাউকে চেম্বারে ঢুকতেই দেয়না, এবং ঢোকার সময় বারে বারে সাবধান করে দেয় "ভিতরে যেয়ে কিন্তু মাস্ক খুলবেন না।
মাস্ক খুললেই স্যার কিন্তু বকা দিবেন এবং খারাপ আচরণ করবেন"।
এতো সাবধান করে দেওয়ার পরও রোগী এবং রোগীর স্বজনেরা প্রায় প্রত্যেকেই সোফায় বসতে বসতে প্রথমেই যে কাজ করে তা হলো মুখ থেকে মাস্ক থুতনিতে নামিয়ে দেয়া।
এবং যথারীতি প্রায় প্রত্যেকের সাথেই আমাকে কিছুটা হলেও বিরূপ আচরণ করা লাগে। তেমনই একজন একটু আগে আমাকে ফোন করেছিলেন, উনার ছোট ভাই বয়স ৪১ বৎসর আজ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, একারণে উনার মন খুব খারাপ।
যথারীতি সহানুভূতি জানানোর পর উনাকে বললাম, " এখন বুঝতে পারছেন তো কেন আমার চেম্বারে ঢুকে মাস্ক খোলার কারণে সেদিন আপনার সাথে খারাপ আচরণ করেছিলাম ??

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়