ডেস্ক

Published:
2021-06-23 18:14:15 BdST

গ্রামে গঞ্জে করোনা রোগীরা যেভাবে অপচিকিৎসার শিকার হচ্ছে,অধ্যাপক জানালেন ভয়াবহ চিত্র


 

ডেস্ক
_________________

গ্রামে গঞ্জে করোনা রোগীরা যেভাবে অপচিকিৎসা র শিকার হচ্ছে, তার একটি জলন্ত বিবরণ পাওয়া গেছে কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা সুরেশ তুলসানের লেখায়।

তিনি লিখেছেন, সপ্তাহ খানেক আগের ঘটনা - একজন পল্লী চিকিৎসক ফোন করেই বলা শুরু করলো," স্যার, আমার রোগীর করোনা পজিটিভ, অক্সিজেন স্যাচুরেশন ৮২-৮৪ %, আমি বাড়িতে অক্সিজেন, স্যালাইন,এন্টিবায়োটিক ইত্যাদি ইত্যাদি দিচ্ছি কিন্তু কোন লাভ হচ্ছে না "।
আমি তৎক্ষনাৎ বললাম, " তুমি নিজে মরবে আর রোগীকেও মারবে,রোগীকে এক্ষুনি হাসপাতালে পাঠাও"। ও বললো, "স্যার গতকাল হাসপাতালে গিয়েছিল। অক্সিজেন ৯৬% ছিলো জন্য হাসপাতালে ভর্তি হয় নাই। বাড়িতেই চিকিৎসা দিচ্ছি, ভালোই ছিলো আজ আজ হঠাৎ করেই অবস্থা খারাপ"।
আমি বললাম রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে পাঠাও। ও বললো, রোগী হাসপাতালে যেতে চাচ্ছেন না।
রাগের মাথায় বললাম তোমার যদি এতোই মারার ইচ্ছে তাহলে যা খুশি তাই কর। সাথে দিলাম কিছু প্রয়োজনীয় উপদেশ।
রোগীটির কথা ভুলেই গিয়েছিলাম।
হঠাৎ মনে পড়ায় দুদিন পর আবার ফোন করে রোগীটির খবর নিতে গিয়ে জানলাম, রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল এবং অক্সিজেন স্যাচুরেশন ৪৫% নেমে যাওয়ায় স্বজনেরা উনাকে এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে গিয়েছেন।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়