ডেস্ক

Published:
2021-06-16 14:17:58 BdST

কোনো মেয়ে নিয়ে রিপোর্ট হলেই কমেন্টবক্সে বরাহ শাবকদের শুধু অপ্রাপ্তি আর হাহাকারের ফ্রাস্ট্রেশন


 

ডা. অরুন্ধতী মজুমদার
______________________

অনেক ছোটোবেলায় সিগারেটের বিজ্ঞাপনে দেখতাম, এক বক্স সিগারেটের মধ্যে সবগুলোর মধ্যে থেকে একটামাত্র সিগারেট নীচে নামানো। এটা একটা বিজ্ঞাপনী স্টাইল ছিল।

এটা থেকে একটা জিনিস বাঙ্গালী শিখেছে। নিজে উঠতে না পারলে অন্যদের নামিয়ে দাও।

আমাদের এই জাতিটা নিন্দা করতে এতো পছন্দ করে যে আর বলার নয়।
নিজের হিংসার আগুন নেভানোর জন্য সফল অপরকে নিন্দা,
অপরের উন্নতি ভালো না লাগলে আরাম পাওয়ার জন্য নিন্দা -
-এসবে সিদ্ধহস্ত আমরা।

কেউ খু-উব সুন্দর, তাই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তার দোষ খুঁজে বের করতে চাইতে হবে,

কেউ পড়াশোনায় খুব ভাল হলে শিক্ষকের সাথে তার অনৈতিক সম্পর্ক খুঁজতে চেয়ে নিজের বা আপনজনের খারাপ রেজাল্টের জাস্টিফিকেশন পেতে হবে ;

কেউ খুব পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে জীবনে উন্নতি করলে খুঁজে দেখতে হবে, সে কার কার ফেভার পেয়েছে!

সে কোনো নারী হলে জানতেই হবে সে কার কার সাথে অন্তরঙ্গ হয়ে হয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছে!

সেটা সবাইকে বলেও দিতে হবে।

কেউ ভাল গাইলে সে মুজরো গায়,অ্যাটেনশন-সীকার;
ভাল নাচলে সে বাঈজী,
ভাল অভিনয় শিখলে বেশ্যা, ভাল লিখলে ফেম-সীকার…
আরো কত্ত কী!

কোনো মেয়ে খুব উঁচু পদে আসীন হলে এই জাতি তাঁর কঠিন-ঊষর-বন্ধুর সিঁড়ি চোখে দেখতে পায় না। দেখে শুধু বিছানা।
নারীর অর্জিত পজিশন, নিজস্ব অফিসের পরিবর্তে পাঁচতারকা স্যুইট, অফিসের টেবিলের বদলে অনেক অ-নে-ক কিছু কল্পনা করে তারা।
সাফল্যের দুর্গম পর্বতে বহুকষ্টে বেয়ে ওঠা নারীকে তারা 'শুয়ে শুয়ে উঠেছে' বলতে তৃপ্তি পায়।

এরা নিজেরা মানহীন-গুনহীন, কিন্তু নিজেদের তারা নির্গুন ব্রহ্ম মনে করে।
ভাবে তারাই পাপপূন্যের বিচারকারী সম্মানিত দেবদূত!

তাদের হক আছে পৃথিবীর জীবিত ও মৃত তাবৎ মানুষের জীবনের প্রতিটি ইভেন্ট ঘাঁটাঘাটি করে তাদের রায় শোনানোর!
যে রায় অবধারিতভাবে নেগেটিভ এবং চিরন্তনভাবেই চরিত্রহননকারী।

এরা কখনোই কারো আপন নয়। এরা শুধুই সফলের শত্রু।

কারো মতো হতে না পারার ঈর্ষা, কারো ধারেকাছে ঘেঁষতে না পারার ক্ষোভ,
কাউকে কিংবা কারো মতো কাউকে ছুঁতে না পারার ব্যর্থ আকাঙ্ক্ষা,
কোনো অপরূপ মানব/মানবীকে নিজের করে না পাবার সম্ভাবনাটুকুও না থাকবার হাহাকার,

এবং

কল্পনা আর আগ্রাসী কামনা-বাসনার সঙ্গে চেষ্টা এবং ক্ষমতার ফারাক অনুভব করতে পারার অনর্থক উত্তেজক ক্ষোভ…

এই সকল অবদমন ঢালার উপযোগী ভিকটিম চায় এরা।

নজরদারিবিহীন অনলাইন প্ল্যাটফর্ম তাদেরকে সেই সুযোগটা এনে দিয়েছে।

রিসেন্ট আলোচিত ঘটনার সূত্রপাত যেভাবেই হয়ে থাকুক না কেন,
নায়িকার পেজের কমেন্টবক্সে অপ্রাপ্তি আর হাহাকারের ফ্রাস্ট্রেশন উগরে দেয়া বরাহশাবকদের  মনের কথা আসলে মান্না দে'রই গান --

-- "ও কেন এত সুন্দরী হলো ! "

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়