Dr. Aminul Islam

Published:
2021-06-14 15:15:33 BdST

বেসরকারি ডাক্তারদের সংগঠন বিএনজিডিএর কমিটি: ডা.খালেদ সভাপতি ও ডা.ওবায়দুল সাধারণ সম্পাদক


 

ডেস্ক / বিজ্ঞপ্তি
________________

বেসরকারি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ নন-গভ: ডক্টরস অ্যাসোসিয়েশনের (বিএনজিডিএ) ১৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ডা. খালেদ শওকত আলীকে সভাপতি ও ডা. মো. ওবায়দুল রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার ১৩ জুন বাংলাদেশের রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

বেসরকারি চিকিৎসকদের সমস্যা ও অধিকার আদায়ে পাঁচ দফা দাবি তাদের। গত ২৫ মে ডা. খালেদ শওকত আলীকে সভাপতি, ডা. শাহেদ হায়দার চৌধুরীকে সহ-সভাপতি ও ডা. মো. ওবায়দুল রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১৫ সদস্যেরে আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

এর আগে গত বছরের ১৭ জুন ডা. দেবদাস পালকে আহ্বায়ক করে ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় নতুন কমিটি গঠন করা হয়েছে।

১৫ সদস্য বিশিষ্টি কমিটিতে যারা রয়েছেন

১. সভাপতি: ডা. খালেদ শওকত আলী

২. সহ-সভাপতি: ডা. শাহেদ হায়দার চৌধুরী

৩. সাধারণ সম্পাদক: ডা. মো. ওবায়দুর রহমান

৪. যুগ্ম-সাধারণ সম্পাদক: ডা. কাওসার আহমেদ

৫. যুগ্ম-সাধারণ সম্পাদক: ডা. অংকুর দত্ত

৬. সাংগঠনিক সম্পাদক: ডা. ফারহান সাদিক খান

৭. অর্থ সম্পাদক: ডা. দেবদাস পাল

৮. দপ্তর সম্পাদক: ডা. সজীব নজরুল হৃদয়

৯. যুগ্ম-দপ্তর সম্পাদক: ডা. মো. কাজী সিফাত আক্তার

১০. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ডা. মুশতাক রহমান

১১. স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক: ডা. আকাশ মাহমুদ সোহেল

১২. প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: ডা. আব্দুল্লাহ আল মামুন

১৩. ক্রীড়া বিষয়ক সম্পাদক: ডা. নাহিদ আনোয়ার খান

১৪. মহিলা বিষয়ক সম্পাদক: ডা. পারসা রহমান

১৫. যুগ্ম-মহিলা বিষয়ক সম্পাদক: ডা. সুমাইয়া সামাদ দীপা

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়