Ameen Qudir

Published:
2017-02-06 22:39:00 BdST

কবিরাজ, বৈদ্য, ওঝারাই চিকিৎসা দিক : এমবিবিএসরা তো কসাই



ডা. উজ্জ্বল কুমার সরকার
______________________

 

সেবার কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাচ্ছিলাম।আমার সহযাত্রী একজন প্রৌঢ়;স্যুটেড-বুটেড মানুষ। নানা বিষয়ে কথা হচ্ছিল তার সঙ্গে।কথার এক পর্যায়ে আমাকে চমকে দিয়ে উনি জিজ্ঞেস করলেন, "আচ্ছা,ডাক্তারদের কসাই বলে কেন? "
(বলে কী এই লোক!)
ধাতস্থ হতে কিছুটা সময় নিলাম।

 

আমি উত্তর না দিয়ে ভদ্রলোককে পাল্টা প্রশ্ন করলাম,আপনি যদি ডাক্তার হতেন তাহলে কি কসাই হতেন?
কিংবা আপনার দুই ছেলে-মেয়ে যদি ডাক্তার হয় তারাও কি কসাই হবে?
উনি থতমত খেয়ে বললেন, "না"।
(উনি মনে হয় এমন জবাব আশা করেননি)
আমি আরো বললাম আমাদের পরিবার-পরিজন, বন্ধু-স্বজন কিন্তু আমাদের এমনটি বলেনা। যারা বলে তারা রূঢ়,অসংবেদনশীল মানুষ। আমার ধারনা তাদের পরিবারে কোন ডাক্তার থাকলে তারা আচরণে কিংবা কথাবার্তায়য় এমন অসংযত হতে পারতো না। এটা সত্যি যে, অন্যান্য পেশার মত কিছু অসৎ মানুষ ডাক্তারি পেশাতেও আছে।

উল্লেখিত ভদ্রলোক পিডিবিতে চাকরি করেন। ইঞ্জিনিয়ার মানুষ।

এটাই হয়তো প্রকৃত বাংলাদেশের চিত্র!

দুর্নীতিতে বারংবার চ্যাম্পিয়ন এই দেশের ডাক্তাররা কসাই,ইঞ্জিনিয়াররা চোর! বাকী সবাই সাধু!

সাংবাদিক সাধু,পুলিশ সাধু,উকিল সাধু,জজ সাধু,রাজনীতিবিদ সাধু,ব্যাংকার সাধু,শিক্ষক সাধু।
সাধুতে ভরে গেছে বঙ্গদেশ।

নিশ্চয়ই মনে আছে ,
চালুনি বলে সুঁই, তোর পিছে কেন ছেঁদা?

এখন পর্যন্ত দেশের সবথেকে মেধাবীদের প্রথম পছন্দ থাকে ডাক্তারী কিংবা ইঞ্জিনিয়ারিং এ পড়া (দুয়েকটি ব্যতিক্রম বাদে)।
এই মেধাবীদের এত সুন্দর বিশেষণে ট্যাগিং করার প্রবণতা নিশ্চিতভাবেই অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ।

পণ্ডিত চাণক্য বলে গেছেন, "Do not inhabit a country where you are not respected."
ইঞ্জিনিয়াররা দলে দলে দেশ ছাড়ছে, ডাক্তাররাও ইতোমধ্যে শুরু করেছে। ডাক্তারদের কাজের পরিবেশ দিনদিন বৈরী হয়ে উঠছে,অশ্রদ্ধা তৈরি হচ্ছে এই মহান পেশার মানুষদের উপর।
আমার পরিচিত অনেক বড় ভাই-বোন এবং আমার অনেক সহপাঠী ডাক্তার ইউরোপ, আমেরিকা,অস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছে। অনেকে চেষ্টা করে যাচ্ছে।

নির্মম সত্য এটাই যে এই দেশের মানুষ গুণীদের ডিজার্ব করে না!
পাশ করা ডাক্তারের চিকিৎসা পাওয়ার যোগ্যতা এরা রাখে না!
এই দেশের মানুষের চিকিৎসা করবে হেকীম,কবিরাজ, বৈদ্য, ওঝা!

এটাই ফেইট,এটাই ফ্যাক্ট।

_________________________

 

ডা. উজ্জ্বল কুমার সরকার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়