SAHA ANTAR

Published:
2021-06-09 19:53:20 BdST

খননযন্ত্রে নদী পেরিয়ে রোগীর জীবন বাঁচাতে ছুটে গেলেন স্বাস্থ্য যোদ্ধারা


 

খনন যন্ত্রে নদী পার হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা
ডেস্ক
_____________

ভারতবর্ষের বিভিন্ন দেশে করোনা মহামারিতে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ব্যক্তিগত ঝুঁকি নিয়ে চিকিৎসক, নার্স ও হাসপাতালের স্বাস্থ্যসেবা কর্মীরা সাহসী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি টুইটারে এক ছবিতে এর একটি উদাহরণ চোখে পড়ে। টুইটারে প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, স্বাস্থ্যকর্মীরা খননকাজে ব্যবহৃত যন্ত্রের সাহায্যে (আর্থ মুভার) লাদাখ নদী পার হচ্ছেন।
ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার ছবিটি লাদাখের সংসদ সদস্য জামাং সেরিং নামগাল টুইট করেছেন। তাতে দেখা যায়, চারজন স্বাস্থ্যকর্মী আর্থ মুভার যন্ত্রের সামনে বসে আছেন। এর মধ্যে দুজনকে পিপিই পরা অবস্থায় দেখা যায়।
টুইটারে ছবি পোস্ট করার পাশাপাশি বিজেপির এই নেতা লিখেছেন, ‘কোভিড যোদ্ধাদের স্যালুট। কোভিড যোদ্ধাদের একটি দল প্রত্যন্ত লাদাখ অঞ্চলে স্বাস্থ্যসেবা দিতে নদী পার হচ্ছেন। বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন ও কোভিড যোদ্ধাদের সহযোগিতা করুন।’

লাদাখ অঞ্চলের ভূখণ্ড বিবেচনায়, ওই ছবিটি প্রমাণ করে স্বাস্থ্যসেবা কর্মীরা তাদের দায়িত্ব পালনে কত দূর পর্যন্ত গিয়েছিলেন।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়