ডেস্ক
Published:2021-05-18 14:48:54 BdST
কলঙ্কজনক অধ্যায় রচিত হলো :পেশাজীবি হিসেবে এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না:ডা. ইকবাল আর্সলান
ডেস্ক
______________________
প্রথম আলো র বরেণ্য সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটক, গ্রেপ্তার,মামলা,হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসা পরিষদ স্বাচিপ প্রধান অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।
তিনি এক বিবৃতিতে বলেন,
একজন সাংবাদিকের পেশাগত ও নৈতিক দায়িত্ব হচ্ছে সত্যের সন্ধান, উদঘাটন এবং জনসমক্ষে প্রকাশ/উপস্থাপন । সারা বিশ্বজুড়েই সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য অনেক পথ অবলম্বন করে থাকেন তাই বলে তাঁকে শারিরীকভাবে লাঞ্ছিত করা, আটকে রাখা থেকে গ্রেপ্তার কোনভাবেই গ্রহণযোগ্য নয় । রোজিনা একজন স্বনামধন্য সিনিয়র সাংবাদিক তিনি তাঁর সাংবাদিকতার জন্য জাতীয় ও আর্ন্তজাতিক ভাবে পুরস্কৃত, তাঁর সঙ্গে আজ যা ঘটলো তা অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হলো । পেশাজীবি হিসেবে এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না ।
আপনার মতামত দিন: