ডেস্ক

Published:
2021-05-02 19:32:55 BdST

বাসায় সিলিন্ডার এর অক্সিজেন ব্যাবহার করার ৭ সতর্কতা


 

ডা. মোহাম্মদ মহিউদ্দিন ,

কানাডা থেকে 

-------------------------

বাসায় সিলিন্ডার এর অক্সিজেন ব্যাবহার করার সতর্কতা:

১। ডাক্তার এর পরামর্শ মোতাবেক বাসায় OXYGEN Cilynder এনে ব্যবহার করা যেতে পারে।

২। বাসায় ধূমপান করবেন না,আগুন লাগতে পারে।

৩। রুমে যেন পর্যাপ্ত আলো বাতাস থাকে, জানালা খোলা রাখুন।

৪।Oxygen ব্যবহার করার সময় Hair Spray, জেল , এরোসল,LIP BULM, Petroleum Based Lotion ব্যবহার করবেন না, আগুন ধরতে পারে।

৫। মশার কয়েল, মোমবাতি, গ্যাস লাইটার থেকে OXYGEN সিলিনডার ১০ ফুট দূরে রাখুন।

৬। সম্ভব হলে বাসায় একটা ছোট Fire Extinguisher রাখতে পারেন এবং বাসার সবাই কে Fire Safety র ব্যাপারে জানিয়ে রাখুন।

৭। মনে রাখবেন OXYGEN Cilynder এলপি গ্যাসের মতো নয় যে বাসায় এনে ফিট করে দিবেন আর চুলা জ্বলবে ।

৮। সবাই মাস্ক পড়ুন ও দূরত্ব বজায় রাখুন।

ডা. মোহাম্মদ মহিউদ্দিন , কানাডা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়